নিউজ ডেস্ক: নিউজ ডেস্ক: ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। কীভাবে বহু প্রতিক্ষিত এই খেলার টিকিট পাওয়া যাবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই(BCCI)। কিন্তু কারা জায়গা পেলেন টানটান উত্তেজনাময় এই খেলায়? প্রশ্ন আপামর ক্রিকেটপ্রেমীর মনে।
আইসিসি(ICC)এর নিয়মানুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে। সেই কথা মাথায় রেখে আগামী রবিবার বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিসিআই(BCCI)। আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। তার ৭ দিন আগে অর্থাৎ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করতে পারবে ভারত।
আরও পড়ুন: Asia Cup 2023: এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত, বড় চমক তিলক বর্মা- আরও কারা জায়গা পেলেন দলে?
এশিয়া কাপের জন্যে ইতিমধ্যেই ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। এদিকে ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ এবং এশিয়া কাপে দলের পার্ফরমেন্সের বিচারে বিশ্বকাপের দলে পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া বলে মত বিশেষজ্ঞ মহলের।
আরও পড়ুন: ICC ODI World Cup: বিশ্বকাপের টিকিট নিয়ে উন্মাদনা চরমে, ক্র্যাশ করে গেল বুকমাইশো প্ল্যাটফর্ম
প্রসঙ্গত, বহু জল্পনার পর অবশেষে এশিয়া কাপে জায়গা করে নিয়েছেন কেএল রাহুল। তবে চোট সেরে গেলেও কতটা ফিট তিনি, তা নিয়ে সন্দিহানে দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর(Ajit Agarkar)। তাই ঝুঁকি এড়াতে রিজার্ভ ক্রিকেটর হিসাবে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। চোট সারিয়ে দলে ফিরেছেন যশপ্রীত বুমরা এবং শ্রেয়স আইয়র। ফলে এদেরকে ফিরে পেয়ে শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে ভারতের।
অন্যদিকে আবার এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিলক বর্মা। দলের হয়ে টি-২০ খেলেছেন বর্মা। ভালো ফর্মেও রয়েছেন তিনি। যদিও এর আগে ওয়ানডে খেলেননি তিনি। বিশ্বকাপের আগে তাই এশিয়া কাপে তাঁকে খেলিয়ে দেখে নিতে চাইছে ভারত। তবে এশিয়া কাপের সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডের যে খুব একটা পরিবর্তন হবে না তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন অজিত।