নিউজ ডেস্ক: বুধবার সকালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের বিমানবন্দর
মুখী লেনে বড়সড় দুর্ঘটনা ঘটল। অল্পের জন্য প্রাণে রক্ষা
পেয়েছেন এক বাইক চালক। বুধবার ভোরে
দক্ষিণেশ্বরের দিক থেকে একটি পণ্যবাহী গাড়ি বেপরোয়া গতিতে বিমানবন্দরের দিকে
যাচ্ছিল। সেই সময় প্রথমে ওই পণ্যবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে
ধাক্কা মেরে বাইকটিকে প্রায় ৩০মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায়
বাইক চালক সঞ্জু সাহা। এরপরে ওই পণ্যবাহী গাড়িটি ডিভাইডারের ধাক্কা মেরে
দাঁড়িয়ে পড়ে। পণ্যবাহী গাড়ির নীচে বাইক আটকে যায় বাইক। বাইক চালকের দাবি,
অত্যন্ত দ্রুতগতিতে পণ্যবাহী গাড়িটি এসে ধাক্কা মারে তার বাইকে।
কোন রকমে তিনি বেঁচে গেল, বাইকটি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। বাইকটিকে
টেনে নিয়ে গিয়েছে পণ্যবাহী গাড়ি।