নিউজ ডেস্ক: রাজ্যের শাসকদল তৃণমূল কর্মীর
বাড়িতে ঢুকে গুলি চালানো ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করার অভিযোগ উঠল
তৃণমূলেরই অপর গোষ্ঠীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদিয়ার নাকাশিপাড়া
থানার ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের ধাপারিয়া গ্রামে। এই ঘটনায় তৃণমূল কর্মীর
পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে। অভিযুক্তরা তৃণমূল কর্মী বলে জানা গেছে।
পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগে শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম কংগ্রেস জোট সদস্যদের মধ্যে বচসার সৃষ্টি
হয়। ধাপারিয়া গ্রামে সিপিএম কংগ্রেস জোট সমর্থিত ১ কর্মীর বাড়ির পাশে বসবাস
করেন তৃণমূলের প্রাক্তন মেম্বার ও বর্তমান বুথ সভাপতি মহৎআলি দফাদার বসবাস করেন।
অভিযোগ, বুথ সভাপতি মহৎআলী দফাদার প্রতিবেশী সিপিএম কংগ্রেস
জোট সমর্থিত কর্মীকে নানাভাবে সহযোগিতা করছেন। এই সন্দেহে
বুধবার সকালে তৃণমূলেরই কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার
বাড়িতে হামলা চালায়। দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মহৎআলী
দফাদারের পরিবারের ৩ সদস্য। তড়িঘড়ি তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে
বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মাতিয়াজুল দফাদার (৩৫) নামের একজনকে
মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত ঐ ব্যক্তি বুথ সভাপতি
তৃণমূল মহৎআলী দফাদারের সম্পর্কে ভাইপো হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করার
পাশাপাশি গুলি করা হয়েছে বলে অভিযোগ পরিবার সদস্যদের। ঘটনায় গুরুতর জখম অবস্থায়
অপর দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সাত সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র
করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু
করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। যদিও কেউ গ্রেফতার হয়নি।