নিউজ ডেস্ক: চাঁদা না দিতে চাওয়ায় তৃণমূল অঞ্চল কার্যালয়ে ডেকে বাবার সামনে বেধড়ক মারধর করা হল ব্যবসায়ীর ছেলেকে। মারধর ও চাঁদার জুলুমের
অভিযোগ অভিযোগ অস্বীকার স্থানীয় অঞ্চল সভাপতির। ঘটনাটি ঘটেছে
বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিবড়দা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।
অভিযোগ তালডাংরার বিবড়দা বাজার এলাকায়
ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি সপ্তাহে ৫০০ টাকা চাঁদা নেওয়া হচ্ছিল। স্থানীয় ব্যবসায়ী
সুবীর কুমার মন্ডলের প্যাথলজি ল্যাব রয়েছে। চলতি সপ্তাহে তিনি ৪০০ টাকা দেন তোলা আদায়কারীদের।
পরবর্তী সময়ে তার ছেলে শুভঙ্কর মন্ডল এই চাঁদা দেওয়ার বিরোধিতা
করে। ছেলে তোলাবাজির বিরোধিতা করায় তার ল্যাব বন্ধ করে দেওয়া হয়। এর পর বিবড়দা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে
ব্যবসায়ী সুবীর কুমার মন্ডল ও তার ছেলে শুভঙ্কর মণ্ডলকে ডেকে পাঠানো হয়। এরপরই
কার্যালয়ে শুরু হয় শুভংকরের উপর অত্যাচার। শুভংকরকে বিবড়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ঘোষ তার বাবার সামনে
বেধড়ক মারধর করে। তৎক্ষণাৎ তৃণমূল কার্যালয়ে উপস্থিত সমর্থকরাও
এলোপাথাড়ি মারধর করে শুভঙ্কর মন্ডলকে দাবী তার বাবার। হাতজোড়
করে ক্ষমা চাইলেও মারতে থাকে তৃণমূল কর্মীরা অভিযোগ সুবীর বাবুর।
ঘটনাস্থলে তালডাংরা
থানার পুলিশ উপস্থিত হয়ে আহত যুবককে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তর করা হয় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল
কলেজ হাসপাতালে। তার চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।