নিউজ ডেস্ক: আশঙ্কা সত্যি হলো ভারতের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রীর। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা নিশ্চিত হয়ে গেল কেএল রাহুলের। এশিয়া কাপে চোটগ্রস্ত রাহুলকে রেখেই দল ঘোষণা হলেও কটা ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন সেই নিয়ে চলছিল জোর চর্চা। শাস্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন, রাহুলের পক্ষে এই অবস্থায় উইকেটকিপিং এমনকি ব্যাটিং করাও সম্ভব হবে না। সেই মতো গতকাল বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়ে দিলেন এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ভারত পাচ্ছে না রাহুলকে।
প্রথম দুই ম্যাচে অনিশ্চিত থাকার পর সুপার ফোরেও রাহুল থাকবেন কিনা তা নিয়েও নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। এর ফলে দলে তাঁকে রাখা ভুল সিদ্ধান্ত হয়ে গেল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, রাহুলের সঙ্গে চোট সারিয়ে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ারও। দ্রাবিড় জানিয়েছেন, রাহুল খুব ভালো ব্যাটিং করছেন। পাশাপাশি তাঁর কিপিংও বেশ ভালো। এই কারণে আসন্ন বিশ্বকাপের দিকে নজর রেখে রাহুলকে খেলানো হবে। বিশ্বকাপে যাতে ওকে আমরা ভালোভাবে পেতে পারি, তার জন্য ওর প্রতি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে।
তবে ভারতের কোচের আশা, ২ টি ম্যাচের পরেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন রাহুল। এদিকে শাস্ত্রী রাহুলের চোট পুড়ও না সারিয়ে দলে ফেরা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু এ বিষয়ে দ্রাবিড়ের যুক্তি, দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর রাহুলের পক্ষে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ এশিয়া কাপ। কিন্তু পাল্টা বলা হচ্ছে, শেষ পর্যন্ত রাহুল একটিওঁ ম্যাচ খেলতে সক্ষম না হলে তাঁকে দলে রাখার সিদ্ধান্তই ভুল প্রমাণিত হবে। কারণ, এর ফলে অন্য একজন সুযোগ্য তরুণ ক্রিকেটারকে দলের বাইরে থাকতে হয়েছে।