নিউজ ডেস্ক: পেশা রাজনীতি হলেও নেশা যে আসলে শিল্পের প্রতি তা প্রমাণ করে দিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সম্প্রতি মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর অন্যতম চর্চিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। সিরিজের টিজার মুক্তির সময় থেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শকদের একাংশ। গোটা সিরিজটা দেখে ফেলার পরে তাঁর অভিনয়কে বাহবা দিতে ভুলছেন না দর্শকরা। ‘আবার প্রলয়’ সিরিজে ইন্সপেক্টর করালি বাবুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার সংলাপ ‘হ্যালো স্যার’ এখন বেশ ট্রেন্ডিং।
এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর কাজের প্রশংসা করলেন। সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে নিজের ঘরেই বসেছিলেন মুখ্যমন্ত্রী, কথা বলছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে। তখনই একটি বিশেষ কাজে ফের ঘরে প্রবেশ করেন পার্থ ভৌমিক। তাঁকে দেখা মাত্রই ‘হ্যালো স্যার’ বলে ওঠেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তাঁদের মুখে আঙুল দিয়ে চুপ করতে বললেও লাভ হয়নি। তারপরেই মুখ্যমন্ত্রী তাঁকে বলেন যে মন্ত্রী হিসেবে এত দায়িত্ব নিয়ে কাজ করার পরেও অভিনয় করেছেন জেনে তিনি বেশ খুশি। এরপরেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে বলেন ওই সিরিজটি দেখার জন্য। তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন,’আমাদের মধ্যে থেকে কেউ যদি শিল্প সাহিত্য জগতে ভালো কাজ করতে পারে তাতে আমারই আনন্দ হয়।’
কিন্তু সেচমন্ত্রী যে ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তা মুখ্যমন্ত্রীকে শুটিং এর আগে জানাননি। পরিবারের সঙ্গে সুন্দরবন বেড়াতে যাচ্ছেন বলে চার দিনের ছুটি নিয়েছিলেন তিনি। ওই চার দিনের মধ্যেই শুটিং শেষ করে ফের কাজে যোগ দিয়েছিলেন আর তাতেই একগুচ্ছ নামজাদা অভিনেতার মাঝে নিজের দক্ষতার ছাপ রেখে গিয়েছেন তিনি। পরিচালক রাজ চক্রবর্তীও পার্থ ভৌমিকের বিধানসভার সতীর্থ। প্রশাসনিক কাজ সামলে অভিনয় করাটা বেশ দুষ্কর ছিল তাঁর পক্ষে। ওয়েব সিরিজের পর বিভিন্ন প্রযোজনা সংস্থার ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি। যদিও আগামী বছর ১২ই মার্চ অবধি থিয়েটারে দেখা যাবে তাঁকে। দেবশঙ্কর হালদার এবং খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে দুটি পৃথক নাটকে অভিনয় করবেন তিনি।