নিউজ ডেস্ক: একেই তিনি শাহরুখের কন্যা, তার উপর বলিউডে পা রাখতে চলেছেন! তাই বিভিন্ন কারণে বারবার মিডিয়ার লাইম লাইটে এসে পড়েন সুহানা খান। তা কখনো কৃষি জমি কেনা হোক কিংবা নামজাদা প্রসাধনী সংস্থার মুখ হয়ে ওঠা। আবার কখনো বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের পোশাক পড়ে ব়্যাম্প মাতান তিনি। খুব শীঘ্রই বলিউডে হাতেখড়ি হতে চলেছে সুহানা খানের। জোয়া আখতারের নতুন ওয়েব সিরিজ ‘দ্য আর্চিজ’-এর মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা। বিদেশি কমিকের তিন চরিত্র ভেরনিকা, আর্চি এবং বেটি। তিন বন্ধুর রসায়ন ঘিরে এই সিরিজ। কিন্তু আদপে ভেরোনিকা, আর্চি এবং বেটিকে এনে ফেলা হবে ষাটের দশকের ভারতে।
নতুন এই সিরিজে ভেরোনিকার চরিত্র দেখা যাবে সুহানাকে। আর্চির চরিত্র দেখা যাবে অমিতাভ বচ্চনের পৌত্র অগস্ত্য নন্দাকে। বেটি কুপারের চরিত্রে দেখা যাবে খুশি কাপুরকে। স্টার কিড সমন্বিত এই সিরিজ ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। পর্দার ভেরোনিকা স্কুলে বেশ বিখ্যাত। প্রায় সব ছেলেদেরই ক্রাশ সে। তাই নিত্যদিনই লেগে থাকে ছেলেদের প্রেম প্রস্তাব। তবে ভেরোনিকার মনের মানুষ কে? আর সুহানা খানেরই বা কেমন মানুষ পছন্দ? এই নিয়ে সম্প্রতি একটি ইন্টারভিউতে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁকে জিজ্ঞেস করেন যে ভেরোনিকা কি করবে যদি দেখে তার প্রেমিক অন্য মেয়েকে প্রেম প্রস্তাব দিচ্ছে? তাতে সুহানা বলেন যে ভেরোনিকার পিছনে অনেক ছেলে লাইন দিয়ে পড়ে থাকে, এরকম হলে সে তাদের কারোর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেবে।
পরক্ষণেই তিনি বলেন যে বাস্তবে সুহানা এমনটা করবেন না। তাঁর এমন মানুষ পছন্দ যে একজনের সঙ্গেই সারাজীবন কাটাতে রাজি। তাই বাস্তবে কোন ছেলে সুহানার সাথে এরকম করলে সে তৎক্ষণাৎ সম্পর্ক ভেঙে দেবে। তবে টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে সুহানার প্রেমের গুঞ্জন। অমিতাভ বচ্চনের পৌত্র অগস্ত্যর সঙ্গেই নাকি প্রেম করছেন সুহানা। গত বছর অগাস্ট মাস থেকেই নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। তাঁদের এই সম্পর্কে নাকি খুশি অগস্ত্যর মা শ্বেতাও। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কোন পক্ষই।