Hearing Disability: প্রেমিকাকে চুমুর মাশুল! কানের পর্দা ফেটে হাসপাতালে তরুন
নিউজ ডেস্ক: কিশোর বয়সে সবচেয়ে সুন্দর অনুভূতি হলো প্রথমবার প্রেমে পড়া। আর প্রথম চুমু মনে থাকে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। দুরু দুরু বুকে সেই উষ্ণ ঠোঁটের স্পর্শ মনে পড়লেই শিহরণ খেলে যায় প্রতিটি ব্যক্তির মনে। কিন্তু এই চুমু খাওয়ায় কাল হলো এক তরুণের। প্রেমিকার সঙ্গে একান্তে নিভৃতে সময় কাটানোর জন্য লেকের ধারে গিয়েছিলেন এক তরুণ। ওই সময় অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয় দুজনার মধ্যে আর তাতেই প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখেন ওই তরুণ। কিন্তু বিধি বাম। প্রেমিকাকে চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় কানে তীব্র যন্ত্রণা।
তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান ওই যুগল। চিকিৎসকরা জানায় দীর্ঘক্ষণ ধরে চুমু খাওয়ার কারণে কানের পর্দা ফেটে গিয়েছে তাঁর। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে চিনের পূর্ব জেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেক এলাকায়। চিনের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রায় দশ মিনিট ধরে টানা চুমু খাচ্ছিলেন ওই তরুণ। আর তার জেরেই কানের পর্দা ফেটে যায়। চিকিৎসকরা জানান যে প্রেমিকার ঠোঁটের সঙ্গে তরুণের ঠোঁট আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকার ফলে ঠিকমতো শ্বাস নিতে পারছিলেন না। শ্বাস-প্রশ্বাসে এই ব্যাঘাতের কারণেই কানের পর্দার উপর চাপ সৃষ্টি হয় এবং তাতে চিড় ধরে যায়।
চুমু খেতে গিয়ে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এই প্রথম নয়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উঠে এসেছে এমন ঘটনার কথা। ২০০৮ সালে চীনেরই কুড়ি বছরের এক তরুণীর কানের পর্দা ফেটে গিয়েছিল। তার কারণও ছিল একই। প্রেমিককে দীর্ঘক্ষণ চুমু খেতে গিয়ে কানের পর্দা ফেটে গিয়েছিল তাঁর। আংশিক বধির হয়ে গিয়েছিলেন তিনি। এইবার এই তরুণকেও চিকিৎসাধীন রেখেছেন চিকিৎসকরা। দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসার মধ্যেই রয়েছেন ওই তরুণ।