নিউজ ডেস্ক: বাংলা সঙ্গীত জগতে ফের খারাপ খবর চলে গেলেন গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়। বুধবার সকালে সোনারপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংশুক। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৪৫ বছর। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারাসাতে। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে যে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বিগত একমাস যাবত হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলা চলচ্চিত্র জগতের একাধিক সংগীত শিল্পীর সঙ্গে কাজ করেছিলেন কিংশুক। হৈমন্তী শুকলা, নচিকেতা রুপঙ্কর বাগচী, শিলাজিৎ, সিধুসহ একাধিক শিল্পী সঙ্গেই কাজের অভিজ্ঞতা ছিল তাঁর। দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে গান লেখা বন্ধ করে দিয়েছিলেন কিংশুক চট্টোপাধ্যায়। তবে ২০১৬ সালে ফের লেখা শুরু করেন তিনি। ওই বছর থেকেই আবার গান কবিতা লিখতে শুরু করেন কিংশুক। শুধুমাত্র গানের অ্যালবাম নয় ছবিতেও কাজ করেছিলেন তিনি।
অল্প বয়সেই গীতিকার হিসেবে নাম করেছিলেন কিংশুক। তাঁর মৃত্যুর খবর ফেসবুকে জানান সৌম্য বসু। তিনি জানান কিংশুকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি। তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন সৌম্য। নিজের ফেসবুক প্রোফাইল থেকেও এই খবর শেয়ার করে সৌম্য বসু লেখেন,’ক্ষমা করিস কিংশুক তোকে আমরা তোর যোগ্য সম্মান দিতে পারলাম না’। তার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সিনে জগত।