নিউজ ডেস্ক: ফের শোকের ছায়া বাংলা ছবির অভিনেতার বাড়িতে। বুধবার রাতে প্রয়াত হলেন অভিনেতা দীপঙ্কর দে’র মেয়ে বৈশালী। কলকাতা শহরের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন বৈশালী। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। অভিনেতার পরিবার সূত্রে খবর হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন তিনি। কিডনির সমস্যাও ছিল। তাই হার্ট অ্যাটাক হওয়ায় আর শেষরক্ষা হয়নি। বড় মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা।
বৃহস্পতিবার সকালে দীপঙ্কর নিজেই সংবাদমাধ্যমকে এই দুঃসংবাদ জানান। পেশাগত ভাবে বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন বৈশালী। বিয়ে করেছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মীকে। বৈশালীর স্বামী অনিল কুরিয়াকোসও বিনোদ জগতের সঙ্গেই যুক্ত। বৈশালী দীপঙ্করের বড় মেয়ে। তাঁর একটি ছোট বোনও রয়েছে। ফলে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। দীপঙ্করের পাশে দাঁড়িছেন স্ত্রী দোলনও।
গত কয়েক বছর ধরেই অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সংসার পেতেছিলেন দীপঙ্কর। কয়েক বছর আগে আইনি ভাবে বিয়ে করে তাঁদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেয়। সেই সময় আলোচনায় উঠে আসেন এই যুগল। কিন্তু আশির দোরগোড়ায় এসে সন্তান হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান কাজ থেকে ছুটি পাননি বলে শুটিংয়ে থাকলেও যতদূর সম্ভব ফোনেই যোগাযোগ রাখছেন তিনি। পরিবারের অসময়ে তিনি সকলের পাশে আছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।