নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে কমেছে
বৃষ্টির পরিমাণ। এদিকে দক্ষিণে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তারই
সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরম। এরই মাঝে অবশ্য আগামী কয়েকদিনে দক্ষিণের একাধিক জেলায়
ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
৩১ অগাস্ট উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টিপাত
হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকালও নাকি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
২ সেপ্টেম্বর থেকে আরও কিছুটা
বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত সহ মাঝারি
বৃষ্টি হতে পারে। সেদিনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা।