নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে প্রজ্ঞানের নামার সময় সেই ছবি ক্যামেরাবন্দি করে পাঠিয়েছিল বিক্রম। এবার চাঁদের মাটিতে দাঁড়িয়ে বাহন বিক্রমের ছবি তুলল রোভার প্রজ্ঞান। ISRO-র সোশ্যাল মিডিয়া পোস্টে গতকাল ছবিটি পোস্ট করে লেখা হয়,’Smile, please! Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.’ পোস্টে জানানো হয়েছে ছবিটি তুলেছে প্রজ্ঞানের শরীরে থাকা নেভিগেশন ক্যামেরা NavCam।
উল্লেখ্য, ইতিমধ্যে চাঁদে এক সপ্তাহ কাটিয়ে দিয়েছে রোভার। আর এর মধ্যেই অক্সিজেন, সালফার-সহ একাধিক মৌলের সন্ধানে সফল হয়েছে সে। আপাতত জোরকদমে হাইড্রোজেন খুঁজে চলেছে প্রজ্ঞান। এদিকে রোভার ও ল্যান্ডারের সব পেলোডই সঠিকভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছে ISRO। গতকাল বিক্রমের যে শেষ ছবিটি পাঠায় প্রজ্ঞান, সেই সময় ১৫ মিটার দূরত্ব ছিল উভয়ের মধ্যে।
উল্লেখ্য, সেকেন্ডে এক সেন্টিমিটার গতিতে চাঁদের মাটিতে হেঁটে বেড়াচ্ছে সৌরচালিত প্রজ্ঞান। চাঁদের বুকে অন্ধকার নামলে কাজ বন্ধ করে দিতে হবে রোভারকে। জানা যাচ্ছে, সম্প্রতি চাঁদে একটি ১০০ মিলিমিটার গর্তের মুখে পড়েছিল প্রজ্ঞান, তবে বৈজ্ঞানিকদের সতর্ক দৃষ্টি থাকার ফলে সফলভাবে সেই গর্তকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে রোভার। ৮ কিলোগ্রাম ওজনের রোভার আপাতত তার ৬ টি পা নিয়ে জোরকদমে খোঁজ করছে হাইড্রোজেন। এদিকে বরফের খোঁজও করা হবে বলে জানা গেছে। ৭ দিন পেরিয়ে বাকি আরও ৭ দিন। এখন দেখার শেষ সপ্তাহে চাঁদের দক্ষিণ মেরুর বুকের আর কোন কোন জমে থাকা রহস্যের সন্ধান দিতে পারে প্রজ্ঞান।