নিউজ ডেস্ক: চন্দনের কাঠ ও চন্দন কাঠের সামগ্রী বিদেশে পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা
পড়ল তিন জন পাচারকারী। ধৃতদের নাম ইমরোজ হোসেন, শেখ রাশিদ ও আবিদ হোসেন। ধৃতদের গ্রেপ্তার করেছে
এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশ
হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। জানা গেছে এই চক্রের পিছনে আরও বড় মাথা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা কলকাতা বিমানবন্দরে কর্মরত এক
কর্মীর সহযোগিতায় চন্দন কাঠ ও চন্দন কাঠের তৈরী উপহার সামগ্রী
পাচারের ছক কষেছিল।ওই সামগ্রী নিয়ে পাচারকারীরা কলকাতা বিমানবন্দরে
আসে। প্রায় ২০০ কেজি শ্বেত ও রক্ত চন্দনের কাঠ, চন্দন কাঠের
তৈরি সামগ্রী নিয়ে ধৃতরা কলকাতা থেকে দিল্লি হয়ে হংকং যাওয়ার বোর্ডিং পাস ইস্যু
করিয়েছিল। পুলিশ সূত্রের মারফত খবর পেয়ে বিমানবন্দরে হানা দিয়ে ওই সামগ্রী
বাজেয়াপ্ত করে এবং তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতদের
জিজ্ঞাসাবাদ করার পর এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ
চালাচ্ছে পুলিশ। চন্দন কাঠ ও চন্দন কাঠের তৈরি সামগ্রী কিভাবে ধৃতদের কাছে এল,
এর সঙ্গে আর কারা জড়িত এবং এর আগে এইভাবে চন্দনের কাঠ বা অন্যান্য
জিনিসপত্র তারা পাচার করেছে কি না, সমস্ত বিষয় খতিয়ে দেখছে
এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তরা তিনজনই হ্যান্ডেলারের কাজের সাথে
যুক্ত বলে জানালেন ডিসি বিধাননগর বিশপ সরকার। এদের প্রত্যেকের
পাসপোর্টের পাতা বিভিন্ন দেশের ভিসার স্টাম্প দিয়ে ভর্তি বলেও জানান তিনি।