নিউজ ডেস্ক: ৩০ অগাস্ট থেকেই শুরু হয়ে গিয়েছে টানটান
উত্তেজনাময় এশিয়া কাপ। প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের সঙ্গে নেপালের। আগামী শনিবার মাঠে
নামতে চলেছে যুযুধান দুই পক্ষ ভারত এবং পাকিস্তান। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে
ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু আবহাওয়ার অবস্থা নিয়ে আশঙ্কার
মেঘ জমছে ক্রমশ। ধারণা করা হচ্ছে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তানের ম্যাচ।
জানা গিয়েছে শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।
বুধবারই শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছে ভারতীয় দল, কিন্তু
সেদিন ক্যান্ডিতে সূর্যের মুখই দেখতে পাননি কেউ। তার আগে মঙ্গলবার রাতে বেশ ভালোরকম
বৃষ্টি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
সাধারণত বৃষ্টির কারণে অগাস্ট-সেপ্টেম্বর মরশুমে শ্রীলঙ্কায় খেলা
হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেই
কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিতে পারে।
এমনকি কলম্বোতে যে ম্যাচগুলি রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া
কাপের বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই।