নিউজ ডেস্ক: জলপথে আন্তর্জাতিক শত্রুদের যোগ্য জবাব দিতে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে ভারতীয় নৌসেনা। সম্প্রতি নৌসেনার ঘরে এসেছে অত্যাধুনিক শক্তিধর যুদ্ধজাহাজ ‘বিন্ধ্যগিরি’। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে নয়া রণতরী ‘মহেন্দ্রগিরি’। ১ সেপ্টেম্বর, শুক্রবার মুম্বইয়ে এই রণতরীকে নৌসেনায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। মাজেগাওঁ ডকে রণতরীটিকে উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের স্ত্রী সুদেশ ধনখড়।
ওড়িশার বিখ্যাত পর্বতশৃঙ্গ ‘মহেন্দ্রগিরি’র নামে নামাঙ্কিত এই রণতরী তৈরি করেছে ‘মাজেগাওঁ ডক শিপবিল্ডার্স লিমিটেড’। ফ্রিগেট সিরিজের(Frigates Series) ১৭এ প্রজেক্টের(Project 17A) সপ্তম যুদ্ধজাহাজ হল এই মহেন্দ্রগিরি। শত্রুপক্ষের নজর এড়াতে শিবালিকা ক্লাসের এই অত্যাধুনিক যুদ্ধজাহাজে রয়েছে উন্নতমানের স্টেলথ ফিচার। সেইসঙ্গে, অত্যাধুনিক এই যুদ্ধজাহাজকে সাজিয়ে তোলা হয়েছে উন্নতমানের অস্ত্রশস্ত্র, সেন্সর এবং প্লাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে।
‘মহেন্দ্রগিরি’র ডিজাইন তৈরি করেছে ভারতীয় নৌসেনার ‘ওয়ারশিপ ডিজাইন ব্যুরো’। রণতরী নির্মাণে ৭৫ শতাংশ যন্ত্রাংশ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এছাড়া একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থার সাহায্য নেওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, যুদ্ধজাহাজ নির্মাণে বিদেশি সংস্থার উপর নির্ভরতা কমাতে প্রোজেক্ট ১৭এ শুরু করে ভারতীয় নৌসেনা। এই প্রকল্পের আওতায় ৪টি যুদ্ধজাহাজ তৈরির বরাত পায় মাজেগাওঁ শিপবিল্ডার্স। বাকি তিনটির বরাত পায় কলকাতার ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’। ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ইতিমধ্যেই এই প্রকল্পের প্রথম ৬টি যুদ্ধজাহাজ পেয়ে গিয়েছে নৌসেনা।