নিউজ ডেস্ক: ধূপগুড়ি নির্বাচনে জলপাইগুড়ির ডিএম ডিসি কৌশিক চন্দ্র ও বানারহাট
থানার আইসি শান্তনু সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ বানারহাট থানার আই সি বিজেপি নেতা কর্মীদের
ভয় দেখাচ্ছেন। তার আরও দাবি এলাকার বাসিন্দা হওয়ায় বাড়তি ক্ষমতা প্রয়োগের পথে হাঁটছেন
ওই পুলিশ আদিকারিক।
পক্ষপাতিত্বের
এবং শাসক দলের হয়ে কাজ করছেন অভিযোগ তুলে ধূপগুড়ি উপনির্বাচনের
দায়িত্ব থেকে জলপাইগুড়ির ডিএম ডিসি কৌশিক চন্দ্র ও বানারহাট থানার আইসি শান্তনু
সরকারকে সরিয়ে দেওয়ার দাবি জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু
অধিকারী। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সার্কিট হাউসে উপনির্বাচনের দায়িত্বে থাকা
পুলিশ ও জেনারেল অবজারভারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠের অভিযোগ সামনে এনে উপ
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান তিনি।
অবজারভারদের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করে শুভেন্দু জানান,
“ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৬০ টি বুথেই ওয়েব
ক্যামেরা লাগানো হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য একাধিক
পদক্ষেপের কথা জানিয়েছেন অবজারভারেরা। তবে এদিন বানারহাট থানার আইসি এবং
জলপাইগুড়ির ডিএম ডিসি কৌশিক চন্দ্রর বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানান শুভেন্দু।
পঞ্চায়েত নির্বাচনের ভোট লুঠের ক্ষেত্রে শাসক দলকে সাহায্য করেছেন ওই দুই আধিকারিক সরাসরি
এই অভিযোগ তুলে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান বিরোধী দলনেতা। বৃহস্পতিবার জলপাইগুড়ি
সার্কিট হাউসে ধূপগুড়ি উপ নির্বাচনের সঙ্গে যুক্ত পুলিশ পর্যবেক্ষক এবং সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন শুভেন্দু
অধিকারী।