নিউজ ডেস্ক: যাদবপুরের ঘটনার পরেই কলেজ ক্যাম্পাসে
মাদক সেবন নিয়ে ঢিঢি পড়ে গিয়েছে। বুধবার একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় যেখানে
দেখা যায় বর্ধমানের হাটগোবিন্দপুরের ভূপেন্দ্রনাথ দত্ত
মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সম্পাদক হিতেশ শেঠকে ক্যাম্পাসের
মধ্যেই মাদক সেবন করতে। ইতিমধ্যেই সেই ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে সিগারেটে
গাঁজার পুরিয়া ভরা হচ্ছে। তার পর তাতে ওই ছাত্র নেতা সহ কয়েকজন টান দিয়ে ধোঁয়া
ওড়াচ্ছেন। অভিযোগ, কলেজ ক্যাম্পাসের
মধ্যে নিয়মিত মাদক সেবনের আসর বসে। আর সেখানে সশরীরে হাজির থাকেন কলেজের তৃণমূল
ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। এই ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
এই পরিসরে অভিযুক্ত ছাত্র নেতা হিতেশ দাবি করেন যে
সেই ভিডিওটি দেড় বছর আগের তোলা এবং তা ব্যবহার করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
এমনকি তিনি এও দাবি করেন যে ভিডিওতে তার ছবিটি নাকি এডিট করে বসানো হয়েছে। কলেজের অধ্যক্ষ
অমলকুমার ঘোষ স্পষ্টই কলেজে মাদক সেবনের ঘটনাটি অস্বীকার করেছেন, তার দাবি এমন কিছু
ঘটেনি সেই কলেজে।