নিউজ ডেস্ক: হঠাৎ করে ফোনে বেজে
উঠছে অ্যালার্ট, জ্বলে উঠছে ফোনের
ফ্ল্যাশ। হলটা কী? পশ্চিমবঙ্গ
সার্কেলে প্রায় অধিকাংশ মানুষের ফোনেই গত কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটছে। কেউ কেউ মনে
করছেন তাদের ফোন হ্যাক হয়েছে! কিন্তু আদতে তেমনটা নয়। কোনও প্রাকৃতিক দুর্যোগের
সতর্কবার্তাও নয় এই এমার্জেন্সি এলার্ট।
অ্যালার্ট আসার পর যতক্ষণ না ‘OK’ বাটনে ক্লিক করছেন ততক্ষণ অবধি বেজে যাচ্ছে। আসলে এই এলার্ট
সিস্টেম প্যান-ইন্ডিয়া স্তরে পরীক্ষা করছে সরকার। কোনও প্রাকৃতিক দুর্যোগ বা
বিপর্যয় আসন্ন হলে তার সতর্কবার্তা দ্রুত এবং কার্যকর উপায়ে যাতে নাগরিকদের কাছে
পৌঁছোয় কিনা তা পরীক্ষা করে দেখেছে টেলিকমিউনিকেশন বিভাগ।
টেলিকমিউনিকেশন দফতরের পক্ষ থেকে
স্পষ্টত জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে
নাগরিকদের ফোনের স্ক্রিনে পাঠানো হয়েছে। কোনও বিপদের সংকেত নয়। তাই তাদের পক্ষ
থেকে কোনও পদক্ষেপ নিতে হবে।
এই অ্যালার্ট যদি আপনিও পেয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার দরকার নেই। কারণ এটি ভারত
সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের তরফ থেকে পাঠানো এমার্জেন্সি অ্যালার্টের ট্রায়াল করা হচ্ছে। ২০ জুলাই থেকে দেশজুড়ে একাধিক সার্কেলে এই পরীক্ষা শুরু করা হয়।