নিউজ ডেস্ক: বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম তারকা তিনি। ষাট-সত্তরের দশকে ম্যাটিনি সুপার স্টার। তিনি আর কেউ নন বাঙালির শয়নে স্বপনের উত্তম কুমার। তাঁর মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে ৪৩টি বসন্ত। কিন্তু তাঁর পরেও বাঙালির কাছে আবেগের আরেক নাম তিনি। অভিনেতা হিসেবে বাঙালির মনে তাঁর স্থান আজও সবচেয়ে উপরে। রুপোলি পর্দায় তাঁকে দেখতে ভিড় জমাতেন দর্শকরা। রমণীদের কল্পনার সুপুরুষ ছিলেন তিনি। পর্দায় তাঁর সাবলীল অভিনয় দেখে মনে হতো ঠিক যেন পাশের বাড়ির ছেলে, একেবারে এভারগ্রিন। আর এইবার সেই এভারগ্রিন সুপার স্টারকে একবিংশ শতাব্দীতে এনে ফেললেন এক শিল্পী। নেপথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা।
পয়াব্রত রায় নামে এক শিল্পী কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নতুন অবতারে ফুটিয়ে তুলেছেন উত্তম কুমারকে। সাদা কালো পর্দার বাইরে বর্তমানের ফ্যাশন ট্রেন্ডে সেজে উঠেছেন তিনি। তাঁর নতুন লুক দেখে বিস্মিত আপামর বাঙালি। গুগল স্টেবল ডিফিউশন দিয়ে তৈরি মহানায়ক উত্তম কুমারের এই এআই ছবি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল।
প্রসঙ্গত, এআই দিয়ে তৈরি এমন ছবি আজকাল বেশ ভাইরাল হচ্ছে। কিছুদিন আগেই হলিউডের ছবি বার্বির আদলে এআই এর সাহায্যে বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেতা-অভিনেত্রীদের ছবি ভাইরাল হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার এমন অনেক টুল রয়েছে ইন্টারনেটে। এই টুলগুলিকে ও নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তাক লাগানো ছবি তৈরি করছেন শিল্পীরা। উত্তম কুমারের এই ছবিগুলিতে তাঁকে বিভিন্ন পোশাকে দেখা গিয়েছে। কোনোটিতে সাদা-কালো বা নীল স্যুট, কালো ট্রাউজার ও টিশার্ট আবার কোনোটিতে বিভিন্ন রঙের ব্লেজার। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।