নিউজ ডেস্ক: পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রীকে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হয়। সংবাদে প্রকাশ করা হয় তাঁকে নিজাম প্যালেসে এদিন বেলা ১১টার মধ্যে যেতে বলা হয়েছিল। সংবাদমধ্যমের খবরকে র্যাগিংয়ের সঙ্গে তুলনা করেন দমকল মন্ত্রী।
সিবিআইয়ের নোটিশ পাঠানো নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম খবর করায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর দাবি কয়েকটি সংবাদমাধ্যম তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করছে। পরবর্তী সময়ে তিনি মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন এদিন। সিবিআই কোনো নোটিশ পাঠায়নি দাবী করেন দমকল মন্ত্রী।
তিনি বলেন, “প্রথম দিন থেকে বলে আসছি আমি কোনও নোটিশ পাইনি। পেলে নিশ্চই যেতাম। আগামীতেও নোটিশ পেলে যাব। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। যারা খবর করেছেন তারা সত্যতা যাচাই করে করলে ভাল হত। কোন ব্যক্তির নামে যা খুশি বলা যায় না। আমার সম্মানহানি হয়েছে। আমার আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। আমি মানহানি মামলা করব”।