নিউজ ডেস্ক: অবশেষে মুক্তি পেল শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’-এর ট্রেলার । ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ আগে সামনে এল ট্রেলার। প্রিভিউ এসেছিল আগেই, তখন থেকেই চাপা উত্তেজনা ছিল দর্শকদের মনে। ভক্তদের সেই উত্তেজনাকেই জিইয়ে রেখে বৃহস্পতিবার সকালে ট্রেলারটি প্রকাশ্যে আনেন নির্মাতারা। ট্রেলারটির শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যাচ্ছে এক রাজার গল্প যিনি অনেক যুদ্ধে হেরেছেন আর তাই এখন তাঁর রাগ ফেটে বেরোচ্ছে। একজন সৈনিকের ভূমিকায় বাদশাকে দেখা যাবে এই আভাস আগেই ছিল। কিন্তু এবার বাদশার বিভিন্ন রূপ দেখা গিয়েছে।
প্রিভিউ-তে দীপিকাকে দেখা গিয়েছিল। তবে তা খুবই কম সময়ের জন্য। ট্রেলারে সেই সব দৃশ্যের উপর থেকে যবনিকা সরেছে। শাহরুখের চরিত্রটি ভিলেনের সঙ্গেও সামঞ্জস্য রেখে সাজানো হলেও সেখানে রবিনহুডের ছায়া দেখা যায়। একসময় তাঁকে সৎ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেলেও একসময় দেখা যায় মেয়েদের দল নিয়ে একটি মেট্রো রেল হাইজ্যাকের পরিকল্পনা করছে। নয়নতারাকে ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে প্রিভিউতে সবচেয়ে কম সময়ের জন্য দেখতে পাওয়া, বিজয় সেতুপতিকে একজন ধনী অস্ত্র ব্যবসায়ীর ভূমিকায় দেখা গিয়েছে। সব মিলিয়ে জমজমাট ‘জওয়ান ট্রেলার’। বৃহস্পতিবার থেকেই অগ্রিম বুকিং শুরু হয়ে যাবে বলেই জানিয়েছে নির্মাতারা।
‘জওয়ানে’র উত্তেজনা এখন তুঙ্গে তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে শাহরুখের লুক এবং সংলাপে। সকলেই মুখিয়ে রয়েছেন ছবিটি চাক্ষুস দেখার জন্য। এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে পরিচালক অ্যাটলি সহ দক্ষিণী অভিনেতা-অভিনেত্রী বিজয় সেতুপতি ও নয়নতারার। বিশেষ ক্যামিও রোলে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গৌরি খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত জওয়ান মুক্তি পেতে চলেছে ৭ সেপ্টেম্বর। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি।