নিউজ ডেস্ক: মণিপুরের ঘটনায় এবার আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করল সিবিআই(CBI)। জানা গিয়েছে, উত্তর-পূর্বের এই রাজ্যের হিংসার ঘটনার ২৭টি এফআইআর(FIR)এর তদন্ত করবে সিবিআই। যার মধ্যে মহিলাদের বিরুদ্ধে রয়েছে ১৯টি মামলা। এছাড়া তিনটি অস্ত্র লুট, দুটি খুন এবং সন্ত্রাস সংক্রান্ত এফআইআর-এর তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী দল।
মণিপুরের হিংসার ঘটনাগুলি তদন্তের জন্যে চলতি মাসে ২৯ জন মহিলা আধিকারিক সহ ৫৩ জনের একটি দল গঠন করেছে সিবিআই । দলে পর্যবেক্ষক হিসাবে ডিআইজি স্তরের ৩ জন মহিলা অফিসার রয়েছে। পুরো তদন্তের তত্ত্বাবধান করবেন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। বলে রাখা ভালো, এই প্রথম কোনও ঘটনার তদন্তে এত বিপুল সংখ্যক অফিসার নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী দলটি।
উল্লেখ্য, মণিপুরের হিংসা সংক্রান্ত মামলাগুলির শুনানি গুয়াহাটি আদালতে হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাগুলির বিচারের জন্য নিম্ন আদালত মনোনয়নের ভারও গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
অন্যদিকে, তদন্ত শুরু হওয়ার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর পূর্বের এই রাজ্য। মঙ্গলবার চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে কুকি এবং মেইতেই গোষ্ঠী। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ। সেইসঙ্গে ৭ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ, অসম রাইফেলস, ভারতীয় সেনা এবং কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী পৌঁছনোর পর পরিস্থিতি আয়ত্তে আসে।