নিউজ ডেস্ক: গাড়ির হর্ন বাজানোয় এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের উপপুরপ্রধানের ছেলে ও ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার ফরসরা এলাকায় ঘটেছে বলে অভিযোগ।
এই ঘটনায় গুলিবিদ্ধ যুবক তৈবুর রহমান রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। তার বয়স ২২ বছর। বাড়ি বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামে। পরিবারের দাবি, বুধবার রাতে একটি গাড়িতে করে ফালসরায় মোমো খেতে গিয়েছিলেন। সে সময় তাদের গাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে অভিযুক্তরা। তৈবুর গাড়ির হর্ন বাজালে অভিযুক্তরা তাদের উপর চড়াও হয়। মারধর করার পর তাদের লক্ষ্য করে দুই যুবক গুলি চালায় বলে অভিযোগ।
গুলি চালানোর ঘটনায় ডালখোলা পুরসভার উপপুরপ্রধান হাজি ফিরোজ আহমেদের ছেলে ও ভাইপো গুলি চালায় বলে অভিযোগ। অভিযুক্তদের নাম প্রিন্স ও তাবরেজ বলে জানা গেছে। ঘটনায় একটি গুলি গাড়িতে লাগে এবং অপর একটি গুলি তৈবুর নামে ওই যুবকের হাতে লাগে বলে জানা গেছে। ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান আহতের দাদা তাজিবুর রহমান। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “কয়েকদিন আগে শাসক দলের নেতা তাঁর জন্মদিনে স্ত্রীকে মেশিন গান উপহার দিয়েছেন। এরা গুলি চালাবে না তো কে চালাবে?