নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। বাবা
হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তাঁর স্ত্রী সোনম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বুধবার।
পারিবারিক সূত্রে খবর, বেঙ্গালুরুর এক
নার্সিংহোমে ভর্তি রয়েছেন সোনম। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন।
বুধবার সকাল ১১টা ১১ মিনিটে পুত্র
সন্তানের জন্ম দেন সোনম। যদিও সুনীল নিজে এখনও এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কিছু
পোস্ট করেননি। ইদানীং যা সেলিব্রিটিদের ক্ষেত্রে কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
সুখবর সাধারণত সোশ্যাল মিডিয়াতেই দেন। তবে সুনীল এ ব্যাপারে এখনও কোনও পোস্ট
করেননি। সোনমও নীরব।
সুনীল-সোনমকে নিয়ে আপডেট নিয়মিতভাবে
সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন সাহেব ভট্টাচার্য। যিনি কিংবদন্তি ফুটবলার সুব্রত
ভট্টাচার্যের ছেলে। সুনীলের শ্যালক। তবে দম্পতির পুত্রসন্তান নিয়ে তিনিও এখনও
পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। ছেলের কী নাম রাখা হয়েছে সে বিষয়েও
কিছু জানা যায়নি। তবে পরিবার সূত্রে খবর, মা ও সদ্যোজাত, উভয়ই ভালো আছে।
সুস্থ আছে।