নিউজ ডেস্ক: কদিন আগেই স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশে গোয়েন্দাগিরি চালানোর অভিযোগ উঠেছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতে ফের বিতর্কে কিমের দেশ। আবারও জাপান সাগরে মিসাইল ছুঁড়ল বিতর্কের শীর্ষে থাকা দেশটি। ইতিমধ্যে চলতি বছরে অসংখ্য মিসাইল পরীক্ষা করে ফেলেছে উত্তর কোরিয়া। এবার দক্ষিণ কোরিয়ার স্নায়ুচাপ বাড়াতে ফের ব্যালিস্টিক উৎক্ষেপণের পথ বেছে নিলেন কিম।
যদিও মিসাইল পরীক্ষার কথা সাফ স্বীকারও করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ সূত্রে প্রকাশ, গতকাল, বুধবার মধ্যরাতে জাপান সাগরে পরীক্ষা করা হয় দুটি ব্যালিস্টিক মিসাইলের। স্পষ্ট এই স্বীকারোক্তিতে পরিষ্কার, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে একসঙ্গে সতর্ক করতেই এই আকস্মিক উদ্যোগ। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া সীমান্তে প্রায়শই যৌথ মহড়া দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। এই যৌথ মহড়াই বরাবর চাপ বাড়িয়ে চলেছে কিমের উপর। এবার পাল্টা চাপ বাড়াতে বিশেষ সৈন্য মহড়া শুরু করেছে উত্তর কোরিয়াও।
আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, মিসাইল পরীক্ষা নিয়ে সরকারিভাবে কূটনৈতিক জবাব দেওয়ার ধার পর্যন্ত ধারে নি কিমের দেশ। বরং তাদের সেনা সূত্রে সরাসরি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, এই মিসাইলের পরীক্ষা করা হচ্ছে শত্রুদেশের উদ্দেশ্যে বার্তা দিতেই! চলতি বছরে যেভাবে রেকর্ড হারে মিসাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া, তাতে রাশিয়া-ইউক্রেনের মতো আরও একটি ভয়াবহ যুদ্ধের ইঙ্গিতই মিলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।