নিউজ ডেস্ক: মেটাকে টেক্কা দিতে এবার ‘এক্স’ (X) প্ল্যাটফর্মেও অডিও-ভিডিও কলের ফিচার আনতে চলেছে ইলন মাস্কের সংস্থা। ‘এক্স’-এও এবার অডিও-ভিডিও কল করতে পারবেন ইউজাররা। নিজেদের ব্যক্তিগত ফোন নম্বরের প্রয়োজন নেই, ব্যক্তিগত নম্বর অপর ব্যক্তিকে না দিয়েই কথা বলতে পারবেন। সংস্থার কর্তারা জানিয়েছেন খুব তাড়াতাড়িই ‘এক্স’-এ (পূর্বতন টুইটারে) এই ফিচার আসতে চলেছে। মার্ক জুকারবার্গের মেটাই মূলত এক্স-এর মূল প্রতিদ্বন্দ্বী। সেই মেটা কোম্পানির অধীনস্থ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই অডিও-ভিডিও কলের ব্যবস্থা রয়েছে। তাই মনে করা হচ্ছে মেটাকে টেক্কা দিতে এই নয়া ফিচার আনছেন মাস্ক।
দিন কতক আগেই ‘এক্স’-এর আধিকারিকরা এই নয়া ফিচারের বিষয়টি প্রকাশ্যে আনেন। একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে, আইওএস বা অ্যান্ড্রয়েড সব ধরনের ফোনেই মিলবে এই সুবিধা। এছাড়াও ডেস্কটপ বা ম্যাকবুক থেকেও কল করতে পারবেন ইউজাররা। ডিএম বা ডাইরেক্ট মেসেজ অপশন থেকেই কল করা যাবে। তবে গ্রুপ চ্যাটের অপশন থাকছে কিনা বা এই কল রেকর্ড করা যাবে কিনা তা জানা যায়নি। সংস্থার তরফ থেকে জানানে হয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সকল এক্স ইউজাররাই ‘এক্স’ থেকে কল করতে পারবেন।
টুইটার কিনে নেওয়ার পরেই মাস্ক ঘোষণা করেছিলেন যে, ব্যাপক হারে রদবদল করবেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির। তবে শুরুতেই বিশাল সংখ্যক কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। কর্মী ছাঁটাই রদবদলের প্রাথমিক ধাপ ছিল বলেই মনে করছেন অনেকে। এর পরেই বদলে গিয়েছে টুইটারের নাম এবং লোগো। এক্সে এসেছে ব্যাপক পরিবর্তনও। নতুন নতুন ফিচার যোগ হয়েছে টুইটারে। জনপ্রিয় কর্মসংস্থান অ্যাপ লিঙ্কডইনের আদলে হায়ারিং নামে একটি বিভাগ চালু হয়েছে ‘এক্স’-এ। সেখানে পছন্দমতো চাকরিপ্রার্থী বাছাই করা যাবে। শুধু তাই নয়, দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাবে এক্স-এ। কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে সেই ভিডিওর লভ্যাংশ গিয়ে পৌঁছাবে। সব মিলিয়ে বাকি প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়াগুলির চেয়ে একধাপ এগিয়ে থাকতে চাইছেন মাস্ক।