নিউজ ডেস্ক: একইসঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ১৪ বছরের এক কিশোরের। বিরল তথা এই দুর্ভাগ্যজনক ঘটনাটি মুম্বইয়ের কুরলার। সূত্রের খবর, অগাস্ট মাসের শুরু থেকেই জ্বরে ভুগছিল ওই কিশোর। তবে চিকিৎসা নিয়ে গাফিলতিতেই নাকি বাড়তে থাকে সমস্যা। চিকিৎসার পরিবর্তে স্থানীয় কোনও হাতুড়ের টোটকার উপরেই নির্ভর করতে হয়েছিল বলে খবর। প্রায় এক সপ্তাহ ধরে এই টোটকার উপর নির্ভর করে চিকিৎসা চলে তার।
এরপর অবস্থার উন্নতি না হলে গত ১৪ অগাস্ট কস্তুরবা হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কিশোরের পরিবার। সরকারি ওই হাসপাতাল পরীক্ষা করে দেখে একই সঙ্গে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার ভাইরাস রয়েছে ছেলেটির শরীরে। আরও বিস্ময়কর, এই পরীক্ষার পর আরও একটি পরীক্ষা করানো হলে দেখা যায় ডেঙ্গু ম্যালেরিয়ার পাশাপাশি লেপ্টোস্পাইরোসিস রোগেও আক্রান্ত এই কিশোর।
চিকিৎসার শুরু থেকেই ফুসফুসে গুরুতরভাবে জটিলতা তৈরি হলে দেখা দেয় প্রবল শ্বাসকষ্ট।এরপর ভেন্টিলেশনে রাখা হয় কিশোরকে। তার ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল বলে জানানো হয়েছিল ডাক্তারি রিপোর্টে। হাসপাতালে ভর্তির ৩ দিনের মাথায় মৃত্যু হয় তার। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেওয়ায় মৃত্যু হয়েছে কিশোরের। হাসপাতালের চিকিৎসক গিরিশ রাজধ্যক্ষ জানান, একসঙ্গে তিনটি রোগে আক্রান্ত হওয়া অসম্ভব নয়। তবে এই ঘটনা অত্যন্ত বিরল। পাশাপাশি তিনি বলেন, সময়মতো উপযুক্ত চিকিৎসা হলে বাঁচানো সম্ভব হতো ছেলেটিকে।