নিউজ ডেস্ক: পুতিনের পর এবার জিনপিং! জি২০ সম্মেলনে(G20 Summit) ভারতে নাও আসতে পারেন চিনের প্রিসেডেন্ট শি জিনপিং। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ভারতের দুই শীর্ষ স্থানীয় কূটনীতিক। সম্প্রতি প্রকাশিত চিনের ‘আদর্শ ম্যাপ’কে কেন্দ্র করে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে সংঘাত তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে জিনপিংয়ের উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনাতেই একরকম শীলমোহর পড়ে গেল বলে মনে করা হচ্ছে।
আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলেছে এবারের জি২০ সম্মেলন। হাইভোল্টেজ এই সম্মেলনে যোগদানের জন্যে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসছেন বিশ্বের তাবড় নেতারা। এই আবহে জিনপিংয়ের আসা নিয়ে অনিশ্চয়তায় উঠছে নানা প্রশ্ন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জিনপিংয়ের বদলে জি২০-এর বৈঠকে আসছনে চিনের প্রিমিয়ার লি কিয়াং(Premier Li Qiang)।
ব্রিকসের সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন প্রতিপক্ষ দুই দেশের রাষ্ট্রনেতা। পার্শ্ববৈঠকও সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জিনপিং। জানা যায়, দু’দেশের সীমান্ত সমস্যা মেটানোর পক্ষে সওয়াল তোলেন উভয়েই। কিন্তু সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই আদর্শ ম্যাপে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে নিজেদের অংশ বলে দাবি করে বেজিং। কিন্তু চিনের সেই অধিকার ফলানোর চেষ্টা মানতে নারাজ ভারত। বেজিংয়ের কড়া জবাব দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, “১৯৫০-র দশক থেকে এটা করে আসছে বেজিং। অন্য দেশের জমিকে নিজেদের বলে দেখানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ওই ম্যাপ ভিত্তিহীন ও অযৌক্তিক। অরুণাচল প্রদেশ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। চিনের এই ধরনের পদক্ষেপ সীমান্ত সমস্যাকে আরও জটিল করবে।” সুতরাং, এই আবহে চিনের প্রেসিডেন্টের ভারত সফর যে সম্ভব নয়, তা স্পষ্ট।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের জন্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপরাধী বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক আইন আদলত(International Criminal Court)। সেকারণে দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে সশরীরে যোগ দেননি পুতিন। তবে ভারতে আয়োজিত জি২০-তে তাঁর আসার সম্ভাবনা ছিল প্রথম থেকেই। কিন্তু সম্প্রতি ক্রেমলিনের তরফে জানানো হয়, দিল্লির বৈঠকে আসছেন না পুতিন। বদলে আসছে রুশ বিদেশমন্ত্রী সার্গেয় লাভরোভ। ফলে একই মঞ্চে আন্তর্জাতিক ‘শত্রু’ বাইডেন-পুতিন-জিনপিং-কে দেখার আশা থাকলেও, তা পূরণ হওয়ার কোনও লক্ষণ নেই।