নিউজ ডেস্ক: সামশেরগঞ্জের মহেশতলা
গ্রামে ফের গঙ্গা ভাঙন ভয়াবহ রূপ নিল। বৃহস্পতিবার হঠাৎই প্রায় ২০টি
বাড়ি, একটি ক্লাব
ঘর, একটি পার্টি অফিস ও একটি মন্দির গঙ্গার গর্ভে বিলীন হয়ে
যায়। গত বছরের সেপ্টেম্বর মাসে সামশেরগঞ্জে একই ঘটনা ঘটেছিল। তার সত্বেও প্রশাসনের কোন উদ্যোগ
লক্ষ্য করা যায়নি।
এদিন মুহূর্তের মধ্যে নদী পাড়ের বাসিন্দাদের
মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই একাধিক বাড়িঘর
ভেঙে যাওয়ায় নদী পারের বাসিন্দারা শেষ সম্বলটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছে। শুধুই বাড়ি, ক্লাবঘর, মন্দির নয় গঙ্গা ভাঙনের কবলে পড়ল রাজ্য সরকারের কয়েক লক্ষ টাকার ব্যয়ে নির্মিত
হাইমাস্ট লাইট। পাশাপাশি কয়েকটি দোকানও গঙ্গা গর্ভে
তলিয়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে এখন প্রশাসনের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয়দের অভিযোগ গঙ্গা
ভাঙনের স্থায়ী সমাধান কেউই করছে না। রাজ্য কেন্দ্র একে অপরের দিকে
দোষারোপ করছে বলে অভিযোগ স্থানীয়দের। নদী ভাঙনের সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। আগামী দিনে তারা রেল ও পথ অবরোধ
করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন