নিউজ ডেস্ক: সম্প্রতি শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। এদিকে ডিসেম্বরের শুরুতেই শুরু হবে শীতকালীন অধিবেশন। এর মধ্যেই ফের সংসদে বিশেষ অধিবেশনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। এমনটাই জানিয়ে এক্স(ট্যুইটারে)এ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, “অমৃতকালে সংসদে ফলপ্রসূ পর্যালোচনা ও বিতর্ক প্রত্যাশা করা হচ্ছে”। যদিও এই বিশেষ অধিবেশনে ঠিক কী নিয়ে আলোচনা হবে? তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
স্পষ্ট করে কোনও কারণ না জানানোতেই শুরু হয়েছে জল্পনা। সাধারণ ভাবে কোনও বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্যই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়। কিন্তু এবার ঠিক কোন বিষয়ে আলোচনা চাইছে মোদীর সরকার তা স্পষ্ট নয় বৃহস্পতিবারের সংক্ষিপ্ত এই ঘোষণায়। আবার এই অধিবেশন নতুন সংসদ ভবনে হবে কিনা, তাও স্পষ্ট জানায়নি কেন্দ্রীয় সরকার।
২০২৪ সালের গোড়ায় অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিজেপি। কিন্তু তার মধ্যে এই বিশেষ অধিবেশনের কারণ ঠিক কী! তা নিয়ে কোনও কিছুই জানায়নি কেন্দ্র। তাহলে কি জরুরি কোনও বিল পেশ করা হবে?
যদিও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, আচমকা বিশেষ অধিবেশন ডাকা হলেও তার পিছনে কোনও গুরুত্বপূর্ণ বিল আনার মতো বিষয় না-ও থাকতে পারে। তার পরিবর্তে কেন্দ্রের তরফে কোনও কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে সংসদে। আবার সদ্য শেষ হওয়া নতুন সংসদ ভবনে স্থায়ী ভাবে অধিবেশন নিয়ে যাওয়ার কাজটিও হতে পারে গণেশ চতুর্থীর শুভলগ্নে।