নিউজ ডেস্ক: পরপর উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গ
রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এবার নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল স্বয়ং। বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে রাজকুমার
কোঠারিকে বিশ্ববিদ্যালয়ের ভি সি পদে নিযুক্ত করা হয়েছে। উপাচার্য না থাকায় ওই
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অনেক অসুবিধায় পড়েন। এমনকি শংসাপত্র না পাওয়ায় চাকরি পেতে অসুবিধা হচ্ছে, এমন অভিযোগও সামনে আসে। এরপরই এই নিয়োগ করলেন রাজ্যপাল।
ইতিমধ্যে উপাচার্য না থাকায় শংসাপত্রের জন্য সমস্যায়
পড়েছিলেন সায়ন কর্মকার নামে এক পড়ুয়া। শংসাপত্র না থাকায় সরকারি চাকরি পেয়েও সেখানে
যোগ দিতে পারছিলেন না তিনি। সমস্যা সমাধানের লক্ষ্যেই তড়িঘড়ি রাজকুমার কোঠারিকে উপাচার্যের
দায়িত্ব দেওয়া হল। একইসঙ্গে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বও
পালন করবেন তিনি।
জানা গিয়েছে, যে সব বিশ্ববিদ্যালয়ে
এখনও উপাচার্য নেই, উপাচার্যের ভূমিকা পালন করবেন রাজ্যপাল নিজেই। এখন রাজ্যে ১৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ ফাঁকা আছে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।