নিউজ ডেস্ক: এলপিজি সিলিন্ডারের
দামে দু‘দিনের মধ্যেই আবার সুখবর। ঘরোয়া
সিলিন্ডারের পর এবার সস্তা হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। প্রতি সিলিন্ডার পিছু
গ্যাসের দাম ১৫৭.৫০ টাকা কমাল তেল সংস্থাগুলো যা বড় স্বস্তি দিতে চলেছে আমজনতাকে।
সেপ্টেন্বর মাসের ১ তারিখেই এই নতুন আপডেট জানিয়েছে কেন্দ্রীয় তেল সংস্থাগুলো।
১৯ কেজির সিলিন্ডার সস্তা হওয়ার ফলে
বিরাট লাভবান হবেন হোটেল মালিক ও রেস্তোরাঁগুলো। কারণ এর ফলে তাঁদের খরচ কমবে যার
জেরে ঘুরিয়ে উপকৃত হবে সাধারণ মানুষও। রেস্তোরাঁয় খাবারের দাম বৃদ্ধিতে এর ফলে
লাগাম টানা সহজ হবে বলেই মনে করছেন অনেকে।
নয়া দিল্লিতে বাণিজ্যিক এলপিজি
সিলিন্ডারের দাম ১৫২২.৫০ টাকা। ৪ জুলাই শেষবার এই সিলিন্ডারের দাম বেড়েছিল। তারপর
থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছিল ১৬৮০ টাকা। এর আগে ৩০
অগস্ট,
গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে ২০০ টাকা ভর্তুকি
দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে নয়া দিল্লিতে ১৪.২ কেজি ওজনের
গৃহস্ত এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ৯০৩ টাকা।
গত কয়েকমাস ধরে টানা কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম নামছে। গত মাসেও 100 টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। একসময় কলকাতায়
বাণিজ্যিক গ্যাসের দাম 2100 টাকা পার করে
গিয়েছিল। এখন সেই দাম 1600 টাকার গণ্ডিতে নেমে
আসায় নিঃসন্দেহে তা আমজনতার জন্য বড় স্বস্তি।