নিউজ ডেস্ক: লোকসভায় ৫ দিনের জন্যে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের গোড়ায় বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর এহেন ঘোষণার পর জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
এই আবহে ‘এক দেশ, এক নির্বাচন’(One Nation, One Election) প্রস্তাব নিয়ে বড় পদক্ষেপ নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। প্রস্তাবটি বাস্তবে কতটা ফলপ্রসূ হবে? সেবিষয়ে আলোচনার জন্যে ১ সেপ্টেম্বর, শুক্রবার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। কমিটির বাকি সদস্যদের বিষয়ে পরে বিজ্ঞপ্তি জারি করা হবে।
বেশ কয়েক বছর ধরে ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করে মোদী সরকার। প্রস্তান অনুযায়ী, গোটা দেশে একইসঙ্গে প্রতিটি বিধানসভা ও লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন। কেন্দ্রের মতে, এতে নির্বাচনের খরচ অনেকাংশে কমে যাবে। সেইসঙ্গে, কাজ করার জন্যে অনেক বেশি সময় পাবে নির্বাচিত সরকারগুলি। সূত্রের খবর, কোবিন্দের নেতৃত্বে গঠিত এই কমিটির কাজ হবে বর্তমানে এই প্রস্তাব বাস্তবায়িত করা কতটা সম্ভব, তা খতিয়ে দেখা। এবং সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে? বা সেই সমস্যার সমাধান হবে কী করে? তা খতিয়ে দেখা।
প্রসঙ্গত, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশন। মোদী জমানায় এই প্রথম এধরণের অধিবেশনের ডাক দিল কেন্দ্র। অবশ্য এর আগে ২০১৭ সালের ৩০ জুন জিএসটি নিয়ে সংসদের দুই কক্ষে জরুরি বৈঠক ডাকে মোদী সরকার। তবে এবার বিষয়টা খানিক আলাদা বলেই মত রাজনৈতিক বিশ্লেষক মহলের।