নিউজ ডেস্ক: আবারও তাজ হোটেল উড়িয়ে দেওয়ার নামে হুমকি ফোন পেল মুম্বই পুলিশ। গতকাল, বৃহস্পতিবার মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন কল আসে বলে সূত্রের খবর। সেই ফোনে দাবি করা হয় দুইজন পাকিস্তানি নাগরিক তাজ হোটেল উড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুম্বই রওয়ানা হয়েছে। জানানো হয় পাকিস্তান দিয়ে সমুদ্র পথে দুই ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করবে। আর মুম্বইইয়ে প্রবেশ করতে পারলেই তাজ হোটেলকে খুব সহজে উড়িয়ে দিতে সক্ষম হবে তারা বলে ওই হুমকি কলটি থেকে জানা যায়।
পুলিশ জানিয়েছে, হুমকি ফোনকারী ওই ব্যক্তি নিজেকে মুকেশ সিং বলে দাবি করেছেন। যদিও তদন্তে নেমে পুলিশ জানিয়েছে তার আসল নাম জগদম্বা প্রসাদ সিং। বছর ৩৫-এর ওই ব্যক্তি উত্তর প্রদেশের গোন্ডার বাসিন্দা। তবে বর্তমানে সান্তাক্রুজে থাকেন তিনি।ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। ফোন কল করা ওই ব্যক্তি নিছক মজা করতে ফোন করেছেন, নাকি এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। আরও আঁটসাঁট করা হয়েছে তাজ হোটেল চত্বরের নিরাপত্তা বলয়।
উল্লেখ্য, তাজ হোটেলের নাম এলেই ফিরে আসে ২৬/১১ -র হৃদয়বিদারক সন্ত্রাসবাদী হামলার স্মৃতি। পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীসহ প্রায় ১৬৬ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। সেই ঘটনার পর থেকে বেশ কয়েকবার তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে পুলিশ প্রশাসন। এবারে ফের সমুদ্রপথে পাক সন্ত্রাসবাদীদের হানা দেওয়ার উড়ো ফোন কল পেয়েই তাই নড়েচড়ে বসেছে পুলিশ।