নিউজ ডেস্ক: অগাস্ট মাসের শুরুতেই মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে এই ছবি। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে দেবের পুজোর ছবি ‘বাঘা যতীন’-এর প্রি টিজার। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দেব অনুরাগীরা। তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁর পরবর্তী ছবির শুটিংও। এই বছরে তিনটে ছবি করছেন দেব। একটি এখনও রমরমিয়ে ব্যবসা করছে, অপরটি মুক্তির অপেক্ষায়। শীতের ছবির শুটিং শুরু হয়েছে। চলতি সপ্তাহেই প্রধান টিম নিয়ে উত্তরবঙ্গ রওনা দিয়েছে নির্মাতারা। তবে এর মধ্য়েই এসেছে খারাপ খবর!
প্রধানের শুটিং শুরুর প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর শেয়ার করেন অভিনেতা নিজে। উত্তরবঙ্গ পৌঁছে ধুম জ্বর দেবের। শুটিং শুরুর প্রথম দিনেই এমন খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরাও। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘প্রধান… কোনও ভয় নেই, কিন্তু শুটিং শুরুর প্রথম দিনেই আমি জ্বরে কাবু।’ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। বুধবারই উত্তরবঙ্গের ডুয়ার্সের চালসায় পৌঁছেছেন টিম প্রধান। বৃহস্পতিবার সেখানে গিয়ে পৌঁছান বাংলা সিনে জগতের বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।
প্রধান ছবির মাধ্যমে বাংলা সিনে জগত নয়া জুটি পেয়েছে। ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ওরফে মিঠাই। মিঠাইয়ের জাদুতে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এখন বড় পর্দায় দেব-সৌমিতৃষা জুটিকে দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমী মানুষজন। তবে শুধু দেব-সৌমিতৃষাই নয়, এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে দেব-সোহম জুটিকেও। তাঁদের একসঙ্গে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল আট বছর আগে। শুধু তোমারই জন্য ছবিতে তাঁদের মনে ধরেছিল দর্শকদের। এবার প্রধান-এ ফের কামব্যাক করলেন এই জুটি।