নিউজ ডেস্ক: একবার ফের চর্চার মুখে বাঙালি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুই বাংলা মিলিয়েই এখন তাঁর অনুরাগী সংখ্যা অগুন্তি। টলিউড তো বটেই এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগত ঢালিউডেও পা রেখেছেন তিনি। কাজ করেছেন বাংলাদেশি তারকা শাকিব খানের সঙ্গেও। তবে এইবার তাঁকে নিয়ে চর্চা শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে গিয়েছে ওপার বাংলাতেও। আসলে এই মুহুর্তে বাংলাদেশে একটি ছবির শুটিংয়ের জন্য ঢাকায় গিয়েছেন অভিনেত্রী। সেখানকার বিভিন্ন মুহুর্ত ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গেও। বাংলাদেশে বসেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবিতে তাঁর পাশে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাসকে। ফলে কৌতুহলী হয়ে উঠেছে তাঁর অনুরাগীরা।
সকলেই কৌতুহলী, বাংলাদেশে একসঙ্গে কী করছেন তাঁরা? তবে কি এবার রাজীবের কোনো নতুন ছবিতে নায়িকার আসনে দেখা যাবে তাঁকে? যদিও জানা গিয়েছে যে, গত জুলাই মাস থেকেই বাংলাদেশে রয়েছেন পরিচালক রাজীব বিশ্বাস। ঢালিউডের একটি ছবি পরিচালনার দ্বায়িত্ব রয়েছে তাঁর। অপর দিকে ছবির শুটিংয়ের জন্য সেখানে গিয়েছেন সায়ন্তিকা। তাই দুজনেই পূর্ব পরিচিত হওয়ায় হয়তো সেখানেই দেখা করেছেন তাঁরা। রাজীবের পরিচালনায় এর আগে ‘বিন্দাস’ ছবিতে কাজ করেছেন সায়ন্তিকা। যদিও বাংলাদেশে রাজীবের পরিচালনায় সায়ন্তিকা কোনো কাজ করছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখযোগ্য, বর্তমানে ওপার বাংলার তারকা জায়েদ খানের সঙ্গে নতুন ছবিতে কাজ করছেন সায়ন্তিকা। ছবির নাম ‘ছায়াবাজ’। যদিও এটাই তাঁর প্রথমবার বাংলাদেশে কাজ নয়। ২০১৮ সালে অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনীত ‘নাকাব’ ছবি মুক্তি পেয়েছিল তাঁর। নতুন ছবিতে কাজের বিষয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, বিগত কয়েক মাস ধরেই কথা চলছিল। ছবির চিত্রনাট্য পছন্দ হওয়াতে রাজি হয়ে যান তিনি। ২০১৮ সালের পর এটি তাঁর দ্বিতীয় বাংলাদেশি ছবি। তাই স্বাভাবিকভাবেই বড় পর্দায় তাঁকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের ভক্তরা।