নিউজ ডেস্ক: অক্সিজেনের পর চাঁদের মাটিতে আরও একটি বিশেষ খোঁজ পেল চন্দ্রযান-৩। প্রাকৃতিকভাবে ভূমিকম্প হতে পারে চাঁদে, এমনটাই ইঙ্গিত দিল ল্যান্ডার বিক্রম। গতকাল, বৃহস্পতিবার ISRO-র তরফে একটি টুইট করে জানানো হয় বিষয়টি। পোস্টে বলা হয়েছে, ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে পরীক্ষানিরীক্ষা চালানোর সময় হঠাৎ করেই কেঁপে উঠেছিল চাঁদের মাটি। উল্লেখ্য, গত ২৬ অগাস্টই বিক্রমের পেলোড সেন্সর চাঁদে একটি ভূমিকম্প প্রবণ স্থান চিহ্নিত করেছিল।
সূত্রের খবর, বিক্রমের সঙ্গে থাকা ভূকম্প-শনাক্তকারী ইলসা পেলোড চিহ্নিত করেছে এই কম্পনটি। ইলসা অর্থাৎ Instrument for the Lunar Seismic Activity নামের এই পেলোডে বিক্রমের অবতরণ কিংবা প্রজ্ঞানের গতিবিধির কম্পন ধরা পড়েছিল। তবে গত ২৬ অগাস্টের কম্পনটির কেন্দ্র কী, তা নিয়ে গবেষণা চালাচ্ছেন ISRO-র বৈজ্ঞানিকরা। পাশাপাশি ইলসায় ধরা পড়া ২৬ তারিখের এই অজানা কম্পটিকে লেখচিত্রের মাধ্যমেও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অগাস্ট চাঁদে পা রাখার পর থেকে কেটে গেছে এক সপ্তাহ। ১৪ দিনের এই মিশনে প্রজ্ঞানের হাতে আর ৬ দিন মাত্র। আপাতত চাঁদে সূর্যের আলো থাকায় কাজ করতে পারছে প্রজ্ঞান। কিন্তু এরপর অন্ধকার নেমে আসলে কাজ করা বন্ধ করে দেবে সৌরশক্তিচালিত এই রোভার। ইতিমধ্যে অক্সিজেন, সালফার-সহ প্রায় ৯ টি গুরুত্বপূর্ণ মৌল চাঁদের মাটিতে খুঁজে পেয়েছে প্রজ্ঞান। বাকি দিনগুলির মধ্যে চাঁদের দক্ষিণে ভূকম্পের সম্ভাবনার পাশাপাশি জলের উপস্থিতি, বরফ, খনিজ পদার্থ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও খোঁজ চালিয়ে যাবে চন্দ্রযান-৩।