নিউজ ডেস্ক: ২০২৩-২৪ অর্থবর্ষের শুরুতে দেশবাসীর জন্যে খানিক স্বস্তির খবর দিল কেন্দ্র। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘুরেছে অর্থনীতির চাকা। চলতি ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৮ শতাংশ। বিগত ৪টে ত্রৈমাসিকে যা সর্বোচ্চ বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থাৎ আমেরিকা, চিনের মতো বিশ্বের যেকোনও বড় অর্থনীতির তুলনাতে চমকপ্রদ বৃদ্ধি ঘটেছে ভারতীয় অর্থনীতিতে।
করোনা সংক্রমণ পর থেকে আর্থিক মন্দার সম্মুখীন হয় গোটা বিশ্ব। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে অর্থনীতি কিছুটা সচল হলেও, অত্যন্ত মন্থর গতিতে। তবে বিশ্বের বাকি দেশগুলির তুলনায় ভালো গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি। কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ। ফলে পরের ত্রৈমাসিক নিয়ে কিছুটা আশাবাদী ছিল দেশের সর্বোচ্চ ব্যাংক আরবিআই(RBI)। তাদের অনুমান ছিল, এপ্রিল-জুনে দেশে জিডিপি বৃদ্ধি হতে পারে ৭.৭ শতাংশ। ফলে তাদের অনুমান যে প্রায় মিলে গেল, তা বলার অপেক্ষা রাখে না।
ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের কৃষিক্ষেত্র, রিয়েল এস্টেট, হোটেল, পরিবহন ব্যবসায় বৃদ্ধির কারণেই বৃদ্ধি পেয়েছে দেশের জিডিপি। ভোক্তার চাহিদা বৃদ্ধি কিংবা পরিষেবা ক্ষেত্রে চাহিদার মতো নানা বিষয়ের কারণে এই ত্রৈমাসিকে দেশের অর্থনীতি একলাফে এতটা এগতে পেরেছে।
তবে জিডিপি বৃদ্ধির হারে সন্তোষজনক বৃদ্ধি ঘটলেও, চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় তথ্য অন্যযায়ী, গত জুলাই মাসে দেশে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৪৪ শতাংশ। অন্যদিকে, ভারতীয় অর্থনীতি মূলত বৃষ্টি নির্ভর। এদিকে চলতি বছরে বৃষ্টির পরিমাণ বেশ কম। এর ফলে কৃষিকাজে প্রভাব পড়বে, যা ছাপ ফেলবে দেশের অর্থনীতিতেও।