নিউজ ডেস্ক: দীর্ঘ ৩০ বছর ধরে গা ঢাকা দিয়ে থাকার পর উপত্যকা থেকে গ্রেফতার ৮ সন্ত্রাসবাদী। গতকাল, বৃহস্পতিবার কাশ্মীরের ডোডা থেকে তদন্তকারী সংস্থা CID এবং SIA-এর একটি যৌথ দল গ্রেফতার করে এদের। আশ্চর্যের বিষয় হলো এই ৩ দশক ধরে পুলিশ প্রশাসনের নাকের ডগায় থেকেই সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছিলেন এই ৮ জঙ্গি। এমনকি এদের মধ্যে একজন আবার সরকারি চাকরিও করেন!
ধৃতদের নাম- তারিক হুসেন, ইশতিয়াক আহমদ, আজাজ আহমদ, জামিল আহমদ, ইশফাক আহমদ, মহম্মদ ইকবাল, আদিল ফারুক ফরিদি এবং মুজাহিদ হুসেন। এদের মধ্যে আদিল ফারুক ফরিদি ছিলেন জম্মুর শিক্ষা দফতরের আধিকারিক। শুধু তাই নয়, ইশফাক ছিলেন খোদ ডোডা আদালতের মুহুরি। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত প্রত্যেকেই প্রমাণিত সন্ত্রাসবাদী এবং এদের একেক জনের একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার প্রমাণও মিলেছে।
এত বছর ধরে প্রশাসনের নাগালের মধ্যেই কীভাবে এরা বসবাস করছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কাশ্মীর পুলিশ জানিয়েছে ধৃতদের শীঘ্রই আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে, ভূস্বর্গকে সন্ত্রাসমুক্ত করতে পুলিশ ও সেনা যৌথভাবে চালিয়ে যাচ্ছে তল্লাশি অভিযান। SIA-র তথ্য বলছে, ৩২৭টি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ৭৩৪ জন নিখোঁজ জঙ্গির তালিকা রয়েছে সংস্থার হাতে। এদের মধ্যে ৩৬৯ জনকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। সেই ৩৬৯ জনের মধ্যে ১২৭ জন পলাতক, মৃত ৮০। এছাড়াও পাকিস্তান-সহ অন্যান্য দেশে গা ঢাকা দিয়েছে ৪৫ জন।