নিউজ ডেস্ক: পুজোর আর দুমাসও বাকি নেই! এর মধ্যেই পুজোতে নিজেকে সাজিয়ে তোলার জন্য পার্লারমুখী হচ্ছেন বেশির ভাগ মহিলারা। পুজোর মরসুমে চুলের যত্নের দিকেও নজর দেন অনেকেই। তাই বিভিন্ন রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট করার জন্যও বলেন অনেক হেয়ার স্টাইলিস্টরা। তবে তা কতটা কাজে দেবে এবং মাস খানেক পরে চুলের উপর কেমন প্রভাব ফেলবে তা বলা শক্ত। তাই এখন থেকেই বাড়িতেই যত্ন নিতে পারেন চুলের। ঠিকঠাক যত্ন নিলে এক মাসেই ভোল পাল্টে যাবে চুলের। জেনে নিন কীভাবে পুজোর আগের কয়েক সপ্তাহ যত্ন নেবেন চুলের।
সপ্তাহে ৩-৪ দিন শ্যাম্পু
রোজের অফিসে যাওয়ার সময় ধুলো বালিতে চুলের ভীষণ ক্ষতি হয়। তাই সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন শ্যাম্পু করা জরুরি। স্ক্যাল্প পরিষ্কার থাকলে চুল পড়া কমে, ঝলমলে হয় চুল। তাই সপ্তাহে তিন চার বার সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।
সপ্তাহে ২ বার হেয়ার মাস্ক
চুলের জেল্লা বাড়াতে হেয়ার মাস্কের জুড়ি নেই। তাই সপ্তাহে দু’বার চুলে প্রোটিন হেয়ার মাস্ক লাগান। বাজার চলতি মাস্ক ব্যবহার করতে পারেন কিংবা বাড়িতেই পছন্দের প্রোটিন হেয়ার মাস্ক ব্য়বহার করতে পারেন।
চুলের সমস্যা সমাধান
চুলে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে যাই করুন না কেন চুলে প্রভাব পড়বে না। চুল পড়ে যাওয়া, খুশকি বা অন্যান্য সমস্যার জন্য ডাক্তারের সাহায্য নিন।
ভেষজ উপাদানে চুলের যত্ন
চুলের সৌন্দর্য বৃদ্ধিতে বাজার চলতি জিনিস পত্র আছেই তবে ভরসা রাখুন ভেষজ উপাদানেও। রোজের ব্যবহৃত তেলে মেথি, জবা ফুল, আমলকি, কারি পাতা মিশিয়ে গরম করে মাখতে পারেন। এতে খুশকি দুর হয় আবার চুলে জেল্লা ফিরে আসে।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা
চুলের যত্নে কিন্তু ব্যক্তিগত পরিচ্ছন্নতারও ভূমিকা রয়েছে। মাথার বালিশের খোল নিয়মিত পরিষ্কার করুন। দিনে দুই থেকে তিন বার চুল আঁচড়ান। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে। ব্যবহৃত চিরুনি পরিষ্কার করতে হবে নিয়মিত। এছাড়া চুলের যত্নে জল খেতে হবে নিয়ম করে। দিনে অন্তত ২-৩ লিটার জল খাওয়া উচিত।