নিউজ ডেস্ক: আর এক দিনের অপেক্ষা।
শনিবার ২ সেপ্টেম্বর সূর্যের দিকে ধেয়ে যাবে ইসরোর আদিত্য-এল১ স্যাটেলাইট।
পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে সূর্যের কাছাকাছি পৌঁছবে ভারতের প্রথম সৌরযান।
অভিযান নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ইসরো।
আদিত্য-এল ১ স্যাটেলাইটটি ইতিমধ্যেই
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পৌঁছে গিয়েছে।
চন্দ্রযান-৩-এর সাফল্য নিশ্চিত হওয়ার পর সূর্য মিশনের প্রস্তুতি শুরু করে দেন
ইসরোর বিজ্ঞানীরা। বৃহস্পতিবার থেকে উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়েছে বলে জানান
ইসরো প্রধান এস সোমনাথ।
সূর্য সম্পর্কে নানা তথ্য হাতে পেতেই
আদিত্য এল ১ সৌর অভিযানের পরিকল্পনা করা হয়েছে। এই আবহে চরম ব্যস্ত ইসরোর
বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থার তরফে জানানো হয়েছে, মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত আদিত্য-এল ১ স্যাটেলাইট ও
তার বাহন পিএসএলভি রকেট। এস সোমনাথ জানিয়েছেন, সফলভাবে শেষ হয়েছে উৎক্ষেপণের মহড়া। সব যন্ত্রাংশ সঠিক ভাবে কাজ করছে কি না, সেই পরীক্ষাও সম্পন্ন হয়েছে সফলভাবে।
আদিত্য-এল ১ কৃত্রিম উপগ্রহে রয়েছে
মোট সাতটি পেলোড। পাঁচ বছর ধরে সূর্যে বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা চালাবে ইসরো।
পৃথিবীকে কয়েকবার প্রদক্ষিণ করার পরই পৃথিবীর মায়া কাটিয়ে আদিত্য পাড়ি দেবে
সূর্যের দিকে। শনিবার ২ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে সূর্যের দিকে
রওনা দেবে আদিত্য এল ১।