নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এখন কেবল জওয়ান-রাজ। ট্রেলারেই দর্শকদের মনে আগুন ধরিয়ে দিয়েছে জওয়ান। তাই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘জওয়ান’-এর ট্রেলারের বেশকিছু অংশ। যেদিকে নজর যায় দেখা শুধু জওয়ান-এ শাহরুখ খানের সংলাপ। এক জায়গায় প্রতিপক্ষকে বেত দিয়ে পিটিয়েছেন শাহরুখ। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, ‘বেটে কো হাত লগানে সে প্যহলে বাপ সে বাত কর’। এই ডায়লগ শুনে নেটিজেনদের একাংশের দাবি, কিং খান আসলে ‘জওয়ান’ এর মাধ্যমে আরিয়ান খানের গ্রেফতারি নিয়েই ঠুকেছেন সমীর ওয়াংখেড়েকে।
সমীর ওয়াংখেড়ে প্রাক্তন NCB কর্তা। মাদক মামলায় আরিয়ান খানকে অ্যারেস্ট করেছিলেন তিনি। কিং খানের এই ডায়ালগ ধরে শাহরুখ অনুরাগীরা ট্রোল করতে শুরু করে দিয়েছে প্রাক্তন NCB কর্তা সমীর ওয়াংখেড়েকে। এর পরেই নিজের X (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সমীর ওয়াংখেড়ে। মূলত লেখিকা নিকোল লিয়ন্সের একটি লাইন ধার করে লিখেছেন তিনি। তিনি লিখেছেন যে,’আমি আগুন চেটেছি এবং আমি প্রতিটি সেতু পুড়িয়ে সেই ছাইয়ের উপর নেচেছি। আমি তাই তোমার দেখানো নরকের ভয় পাই না।’এই উক্তি আমায় সব সময় অনুপ্রেরণা দেয়!
সমীর ওয়াংখেড়ের এই পোস্টের পরেই আরো জোরালো হয় ট্রোলিং। শাহরুখ অনুরাগীরা সমীরকে উদ্দেশ্য় করে বলেন যে, ‘এইখানে আগুন কিন্তু শাহরুখ খান’। আবার অনেকে বলেন, ‘তোমার জন্য বেল্ট ট্রিটমেন্ট অপেক্ষা করছে।’ প্রসঙ্গত, ২০২১ সালে মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের। মুম্বইয়ে একটি প্রমোদ তরীতে আয়োজিত পার্টিতে মাদক পাচারের অভিযোগে অতর্কিতে হানা দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সেই পার্টি থেকেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন আরিয়ান। প্রায় একমাস হাজতবাস করতে হয় তাঁকে। তবে আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় অবশেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে জানা যায় আরিয়ানকে গ্রেফতার করে শাহরুখের কাছে ২৫ কোটি টাকা দাবি করেছিল সমীর। পরে NCB -এর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।