নিউজ ডেস্ক: আইফেল টাওয়ারের সর্বোচ্চ এলাকা থেকে উদ্ধার করা হলো দুই আমেরিকান পর্যটককে। ঘটনাটি গত সোমবারের। মনে করা হয়েছে উপরের তলে উঠে মদ্য পান করার ফলে নীচে নেমে আসতে পারেননি ওই দুইজন। সূত্রের খবর, নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে আইফেল টাওয়ারের একেবারে টপ ফ্লোরে উঠে পড়েন ওই দম্পতি। এরপর মদ খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন তারা। নিরাপত্তারক্ষীরা জানান, ঘটনার পরেরদিন সকাল ৯ টায় যখন তাঁরা টাওয়ার জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পূর্বে রাউন্ড দিচ্ছিলেন, সেই সময় ব্যাপার বুঝতে পারেন।
প্যারিসের প্রসিকিউটররা জানিয়েছেন, ওই দুই বিদেশি পর্যটক মাতাল হয়ে গিয়ে উপরে আটকে যান বলে অনুমান করা হচ্ছে। আইফেল টাওয়ারের দ্বিতীয় এবং তৃতীয় তলে সাধারণের ওঠার অনুমতি নেই। তা সত্ত্বেও ওই দুই পর্যটক অন্যায়ভাবে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে একেবারে উপড়ে উঠতে সক্ষম হয়। অবশ্য প্যারিস প্রশাসন জানিয়েছে, তারা অবৈধভাবে ওই তলায় রাত কাটালেও কোনওরকম অশালীন আচরণ বা সমস্যার সৃষ্টি করেননি।
নিরাপত্তারক্ষীরা তাদের আবিষ্কার করার পর তড়িঘড়ি স্থানীয় দমকল বিভাগকে খবর করেন। এরপর দমকল কর্মীরা এসে উদ্ধার করেন ওই দুইজনকে। প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়। আইফেল টাওয়ার প্রশাসন ফৌজদারি মামলা করার চিন্তাভাবনা করছে ওই দুজনের উপর বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনার ফলে সেদিন আইফেল টাওয়ারে সাধারণের প্রবেশ চালু হয় প্রায় ১ ঘণ্টা দেরিতে।