নিউজ ডেস্ক: আর ‘নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি’(NMML) নয়। এবার থেকে ডাকা হবে ‘প্রাইম মিনিস্টারস্ মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি’(PMMLS) নামে। কেন্দ্রের এই সিদ্ধান্তে এবার সীলমোহর দিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেকথা জানাল কেন্দ্রীয় সরকার।
২০১৬ সালে কয়েক বছরের পুরনো এই সংগ্রহশালাকে দেশের সকল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই প্রস্তাব সর্বসম্মতিতে পাশও হয়ে যায় এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে। তারপরই তিনমূর্তি ভবন তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী।
উল্লেখ্য, তিনমূর্তি ভবনেই রয়েছে নেহরুর স্মৃতিতে তৈরি মিউজিয়াম এবং পাঠাগার। ২০২২ সালে নর্বনির্মিত এই ভবন জনগণের জন্যে খুলে দেওয়া হয়। তারপর চলতি বছরের জুন মাসে বিশেষ এক বৈঠকে নেহেরু মিউজিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সংগ্রহশালা সহ সভাপতি হিসাবে সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপর শুধুমাত্র রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার প্রয়োজন ছিল। এবার সেটাও পাওয়া গিয়েছে বলে জানাল কেন্দ্রীয় সরকার।