নিউজ ডেস্ক: গত মঙ্গলবার মাত্র ২ ঘন্টার ব্যবধানে
পুরুলিয়া ও রানাঘাটে একই কৌশলে একইভাবে সোনার বিপণিতে ডাকাতি হয়। ঘটনার পর পুরুলিয়া
জেলা পুলিশের দল রওনা দেয় রানাঘাটে। সেখানকার ধৃতদেরকে জেরা করে।
কিন্তু তাদের কাছ থেকে পুরুলিয়ার ঘটনার বিষয়ে কিছু জানতে পারেনি। পুরুলিয়া জেলা
পুলিশ সূত্রে বৃহস্পতিবার সন্ধ্যায় এমন তথ্যই জানা যায়। ফলে রানাঘাটে থাকা
পুরুলিয়া জেলা পুলিশের ওই দল ফিরে আসছে। এদিকে সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত ছবি ও
বিপণির কর্মীদের বয়ান অনুযায়ী দুষ্কৃতীদের স্কেচ আঁকার পরিকল্পনা নিয়েছে পুলিশ।
ইতিমধ্যেই ফরেনসিক দল সোনার বিপণিতে
গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিয়েছে। এদিনও তদন্তের কাজে একাধিকবার পুলিশ
কর্তারা ওই সোনার দোকানে যান। ওই ডাকাত দল যে শহর পুরুলিয়া বা আশেপাশে থেকে বেশ
কিছুদিন থেকে রেইকি করে তা নিশ্চিত পুলিশ। না হলে ভরদুপুরে একেবারে জনবহুল এলাকায়
এত নিখুঁত অপারেশন সম্ভব নয়।
সিট (SIT) তদন্তে উঠে আসছে
বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যেখানে জানা যাচ্ছে যে সোনার দোকানে ডাকাতি করার পর দুষ্কৃতীরা
পুরুলিয়া শহরেই গা ঢাকা দিয়ে ছিল। তাছাড়া শহরের কোন পথ দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছিল তা
খতিয়ে দেখার জন্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা জানিয়েছে পুরুলিয়া পুলিশ। কিন্তু
এতসবের মধ্যে রানাঘাটের ঘটনার সঙ্গে এই পুরুলিয়ার ঘটনার যে কোনো যোগ নেই তা সম্পর্কে
প্রায় ১০০ শতাংশ নিশ্চিত পুরুলিয়া পুলিশ।