নিউজ ডেস্ক: পুজোতেই মুক্তি পেতে চলেছে দেবের অন্যতম চর্চিত ছবি বাঘা যতীন। সেই ছবিতে শুধু দেব নয়, থাকছেন টালিগঞ্জের একঝাঁক সেরা কলাকুশলীরা। ঐতিহাসিক ছবি হওয়ার সুবাদে এই ছবিতে দেখা যাবে প্রায় ৯২ জন বিপ্লবীদের। তাঁদের মধ্যে অন্যতম ক্ষুদিরাম বসু। তরুণ ক্ষুদিরাম বসু শহিদ হয়েছিলেন ইংরেজদের হাতে। ফাঁসি হয়েছিল তাঁর। তাই আঠারো বছর বয়সী এক তরুণকেই ক্ষুদিরামের চরিত্রে বেছে নিয়েছিলেন পরিচালক। তাই ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করতে চলেছেন সামিউল আলম। এর আগেও ছোটো পর্দায় ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নেতাজি ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার ফের ক্ষুদিরামের চরিত্রেই কাস্ট করা হয়েছে তাঁকে।
বাঘা যতীন-এর কাস্টিং এর দ্বায়িত্বে ছিলেন সৃজা ভট্টাচার্য। গত দেড় বছর ধরে বাংলার এদিক সেদিক ঘুরে বেরিয়ে অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বের করেছেন তিনি। শুক্রবার বাঘা যতীন ছবিতে ক্ষুদিরামের লুক প্রকাশ্যে আনলেন তিনি। পর্দার এই ক্ষুদিরামকে দেখে মুগ্ধ নেটিজেনরা। বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান তরুণ তুর্কী সামিউল আলম। অল্প বয়সেই ছাপ রেখেছেন নিজের অভিনয় দক্ষতার। সহজ পাঠের গপ্পো ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছিলেন কিশোর সামিউল। প্রথম ছবিতেই সেরা শিশু শিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। কৈশোর উত্তীর্ণ হয়ে সদ্যই যৌবনে পা রেখেছেন তিনি। এর মধ্যেই বড়পর্দায় বড়সড় ব্রেক পেতে চলেছেন তিনি।
ক্ষুদিরাম বসুর চরিত্রে নিজেকে ভাবলে কেমন লাগছে সেই অনুভূতিও সংবাদ মাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। বলেন যে এই চরিত্রের জন্য ডাক পাওয়ায় শিহরিত হয়েছিলেন তিনি। পরিচালক অরুণ রায়ের কথা মতো নিজের সেরাটা দিয়েছেন বলেও জানিয়েছেন সামিউল। উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাঁপার বাসিন্দা সামিউল। সহজাত অভিনয় দক্ষতার জেরে জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। তাই এই চরিত্রের জন্য়েও বেশ আত্মবিশ্বাসী তিনি। এই চরিত্রে অভিনয় করা সম্মানের এটাও বলেন তিনি। যদিও ক্ষুদিরামের লুক সম্বন্ধে সামিউল রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুর প্রশংসা করেন। অভিনেতা দেবের সঙ্গেও এটা প্রথম কাজ সামিউলের। পুজোয় মুক্তি পেতে চলেছে বাঘা যতীন।