নিউজ ডেস্ক: ভারতের ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ফেরে, কাপ জিততে না পারো, কিন্তু পাকিস্তানের কাছে হেরে ফেরা যাবে না! আগামীকাল, শনিবার এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টির ভ্রুকুটির জন্য ইতিমধ্যেই ম্যাচ ভেস্তে যাওয়া নিয়ে চিন্তায় দর্শকেরা। কিন্তু তা হলে কী হবে! ম্যাচটা যে ভারত-পাক। তাই ম্যাচ শুরুর আগে স্নায়ুযুদ্ধ চলছে সেয়ানে সেয়ানেই। উল্লেখ্য, বিগত কয়েকটি ম্যাচে পাক পেস আক্রমণের কাছে বারবার অসহায় দেখা গেছে ভারতের ব্যাটিং লাইনআপকে। এদিকে দুরন্ত ফর্মে বাবর, রিজওয়ান, ইফতিকাররা। তাই আগামীকাল ভারতের প্রথম একাদশে ব্যাটিং এবং বোলিং কম্বিনেশন নির্বাচন করা বেশ চ্যালেঞ্জিং।
ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে গিল মাঠে নামলেও অধিনায়ক রোহিতের ফর্ম নিয়ে কারণ রয়েছে মাথাব্যথার। ৩ নম্বরে বিরাট কোহলি এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে সবেচেয়ে ফেভারিট এবং অবশ্যই ত্রাসও বটে! গত এশিয়া কাপে ভারতের ধুঁকতে থাকা ব্যাটিং লাইন আপকে ধরে নিয়ে একেবারে হারা ম্যাচ একাই জিতিয়ে ফিরেছিলেন বিরাট। চোট সারিয়ে ফিরে ৪ নম্বরে কতটা ভালো খেলতে পারেন শ্রেয়স সেদিকেও নজর থাকবে সবার। ৫ নম্বরে উইকেট কিপার ঈশান কিষান এবং তারপর দুই অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং জাদেজা নামবেন ব্যাট হাতে। তবে হার্দিককে বাদ দিয়ে ৩ পেসার খেলানোর সম্ভাবনা প্রবল, আর এতে মাঠের বাইরে থাকতে হবে অক্ষর প্যাটেলকে।
দীর্ঘদিন বাদে চোট সারিয়ে বুমরা ফেরায় ভারতের বোলিং বিভাগ যে বেশ আত্মবিশ্বাসী, তা বলা বাহুল্য। বুমরার সঙ্গে মহম্মদ শামি এবং সিরাজকে রাখা হয়েছে পেস আক্রমণের জন্য। অন্যদিকে জাদেজার সঙ্গে স্পিনার হিসেবে হাত ঘোরাতে নামার কথা রয়েছে কুলদীপ যাদবের। এদিকে উদ্বোধনী ম্যাচে নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাবর আজমের দল। দুরন্ত ফর্মে থাকা পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির স্পেলের জবাব ভারতীয় ব্যাটসম্যানরা দিতে পারেন কিনা, এখন সেটাই দেখার।