নিউজ ডেস্ক: ফের ডুরান্ড কাপে
মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। চলতি টুর্নামেন্টে ইতিপূর্বে বাংলার এই দুই
চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে প্রায় ৪
বছর পর ডার্বির ময়দানে মোহনবাগানকে হারিয়ে তাক লাগিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
ম্যাচের ফলাফল ১-০। এই ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার
নন্দকুমার শেখর। আবারও ডুরান্ডের ফাইনালে মুখোমুখি খেলতে নামছে সবুজ-মেরুন এবং
লাল-হলুদ। ফলে এই খেলা নিয়ে ইতিমধ্যেই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে শহর জুড়ে।
এর আগে ডুরান্ড কাপের দ্বিতীয়
সেমিফাইনাল ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করেছে
মোহনবাগান সুপার জায়ান্টস। এই ম্যাচে মেরিনার্সদের হয়ে গোল করেন জেসন কামিন্স এবং
আর্মান্দো সাদিকু। কিন্তু ফাইনালের আগে এখনই উচ্ছ্বাসের বাঁধ ভাঙেনি মোহনবাগানের
সচিব দেবাশিস দত্তের। তার মতে ফাইনালে যে দলটি জায়গা পেয়েছে সেটি অত্যন্ত দক্ষ, ফলে
ফাইনালের মাঠে খেলা যে ভালোওই জমবে তা বলার অপেক্ষা রাখে না। ‘ফাইনালে
যে দলটা উঠেছে, গত ৪ বছরের মধ্যে
এখন তারা সেরা ফর্মে রয়েছে। গত ৪ বছরের মধ্যে এখন তারা দুর্দান্ত ফর্মে রয়েছে।
কঠিন ম্যাচ হবে, অত্যন্ত কঠিন ম্যাচ হবে। তবে আমাদের
ছেলেরাও লড়াই করবে’, এমনটাই জানিয়েছেন দেবাশিস দত্ত।
এবছর ডুরান্ডে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সও দেখার মত।
বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ড্র করে নিজেদের জাত চিনিয়েছে তারা। আর তাই রবিবার ইস্টবেঙ্গল-মোহনবাগান
ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় লাল-হলুদ এবং বাগান সমর্থকেরা।