নিউজ ডেস্ক: ‘ভারত হিন্দুরাষ্ট্র’, নাগপুরে একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন সরসংঘচালক মোহন ভাগবত। ‘তরুণ ভারত’ নামে একটি দৈনিকের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। সেই অনুষ্ঠানে এসেই এ কথা বলেন। মোহন ভাগবত বলেন, হতে পারে কিছু লোকজন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এটা স্বীকার করতে চান না, কিন্তু এ কথা সত্য যে ভারত একটি হিন্দু রাষ্ট্র। ভারতের সকলেই হিন্দু সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছেন বলে তাঁর মত। এমনকি ভারতের অহিন্দুদের পূর্বপুরুষরাও সকলেই হিন্দু ছিলেন বলে দাবি করেন তিনি।
RSS প্রধানের বক্তব্য,’ভারত হিন্দুরাষ্ট্র। দেশের এক বড় অংশ এটা স্বীকারও করেন। আবার কেউ কেউ এটা বুঝতে পারেন না। আবার অনেকেই আছেন যারা সব বুঝলেও প্রকাশ্যে বলতে চান না।’ এর পাশাপাশি দেশকে বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তুলতে সংবাদ মাধ্যমকেও এগিয়ে আসতে বলেন মোহন ভাগবত। সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ভালো মন্দ সব রকম খবরই পরিবেশন করা উচিত সংবাদ মাধ্যমের। উল্লেখ্য, এই অনুষ্ঠানের মধ্যেই মুম্বইয়ে বসেছে বিজেপি বিরোধী INDIA জোটের বৈঠক। আর এই জোটের অন্যতম এজেন্ডাই হলো বিজেপির হিন্দুত্ব-বিরোধিতা। তাই একই সময়ে RSS প্রধানের এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। পরিবেশের ভারসাম্য রক্ষার প্রসঙ্গও উঠে এসেছিল তাঁর বক্তব্যে।
অনুষ্ঠানটিতে মোহন ভাগবত ছাড়াও উপস্থিত ছিলেন দেবেন্দ্র ফড়নবীস। সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে বলতে শোনা যায় তাঁকেও। ফড়নবীস বলেন, জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমের। এই কারণে ইতিবাচক বিচারের সঙ্গে জনগণের কাছে যাওয়া উচিত সংবাদ মাধ্যমকে। সংবাদ মাধ্যম সমাজ সচেতকের কাজ করে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। তিনি বলেন, জনগণ সেই সংবাদ মাধ্যমকে পছন্দ করেন যাদের একটি নিজস্ব বৈচারিক পরিচিতি থাকে।