নিউজ ডেস্ক: নতুন গল্প, নতুন চিত্রনাট্যের দিকে ঝুঁকেছেন টলিপাড়ার বিখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিযোগ, বাংলা ছবি-সিরিজে তাঁর দেখা পাওয়া দুস্কর। তেমন একটা ভালো চিত্রনাট্য না পেলে আর কাজ করতে চান না তিনি। বরং বলিউডে ও অন্য ভাষার ছবিতে চুটিয়ে কাজ করছেন তিনি। তাই টালিগঞ্জের বিভিন্ন পরিচালক প্রযোজকেরা তাঁকে হ্যাঁ বলাতে পারছেন না। তবে সম্প্রতি নাকি এমনই এক ভালো চিত্রনাট্য শুনেছেন তিনি। যা শুনে আর ফেরাতে পারেননি প্রযোজনা সংস্থাকে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে খবর এক বাংলাদেশি সংস্থা থেকেই চিত্রনাট্য পাঠানো হয়েছিল তাঁকে। শোনার পর আর না বলতে পারেননি তিনি।
টলিউডের বিতর্কিত নায়িকা স্বস্তিকা। ঠোঁটকাটা বলেও বদনাম রয়েছে তাঁর। তাই বাংলা ছবিতে কম দেখা যায় কেন প্রসঙ্গ উঠলেই চিত্রনাট্য ভালো নয় বলেই তোপ দাগেন তিনি। তবে এইবার ব্যাপার আলাদা। বাংলাদেশের এক অন্যতম অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। বাংলাদেশি ওই ছবিতে তাঁর বিপরীতে থাকতে চলেছেন চঞ্চল চৌধুরি। শোনা যাচ্ছে যে প্রযোজনা সংস্থা তাঁকে অগ্রিমও দিয়ে দিয়েছেন। তবে চঞ্চল চৌধুরির ডেট পেতে অসুবিধা হওয়ার কারণে শুটিং শুরু হয়নি এখনো। তবে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কিনা তা জানা যায়নি এখনো।
বৃহস্পতিবারই নিজের ইনস্টাগ্রামে অসুস্থতার কথা জানান অভিনেত্রী। চলতি সপ্তাহেই অস্ত্রোপ্রচার হবে তাঁর। তারপর মাসখানেক বিরতি নিয়ে ফের কাজে ফিরবেন তিনি। জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে পুজোর পরে নভেম্বর মাসের দিকে ওই ছবির শুটিং শুরু করবেন নির্মাতারা।